Bangladesh: ‘সুষ্ঠু ভোট সম্ভব না’, রিগিং নিয়ে আশঙ্কিত মুখ্য নির্বাচন কমিশনার

বাংলাদেশে (Bangladesh) কোনও অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না বলেই বিরোধীদের অভিযোগ। মূল বিরোধী শক্তি বিএনপি (BNP) ভোট থেকে সরে দাঁড়িয়েছে। আর সংসদে বিরোধী দলের…

বাংলাদেশে (Bangladesh) কোনও অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না বলেই বিরোধীদের অভিযোগ। মূল বিরোধী শক্তি বিএনপি (BNP) ভোট থেকে সরে দাঁড়িয়েছে। আর সংসদে বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি (JP) আসন সমঝোতা করেছে সরকারে থাকা আওয়ামী লীগের সঙ্গে। নির্বাচন ৭ জানুয়ারি। এরপরেও ভোট কি সুষ্ঠু হবে উঠছে প্রশ্ন। ভোট সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন খোদ মুখ্য নির্বাচন কমিশনার।

বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রার্থীরা যদি আচরণবিধি মেনে না চলেন, তারা যদি আন্তরিক না হন তা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে।

   

মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন।

এদিকে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হুমকি বাড়ছে। প্রকাশ্য জনসভায় বিরোধীদের কেটে খুন করার হুমকি দিয়ে তীব্র বিতর্কে সরকারে থাকা দল আওয়ামী লীগের নেতা আসিবুর রহমান খান। তিনি প্রাক্তন  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের বড় ছেলে। তিনি যেভাবে কেটে ফেলার হুমকি দিয়েছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ভোটার ও বিরোধী প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনেও ফের ক্ষমতায় ফিরতে চলেছে আওয়ামী লীগ এমনই জানাচ্ছে সব জনমত সমীক্ষা। এতে বলা হয়েছে বিরোধী কোনও রাজনৈতিক দল নয় বরং বিক্ষুব্ধ আওয়ামী লীগের প্রার্থীরাই হতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলার কাঁটা।