নোবেলজয়ী ড. ইউনূস ইসলামি মৌলবাদীদের আজ্ঞাবহ: তসলিমা নাসরিন

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে (Sheikh Hasina) স্বৈরাচারী বলার পাশাপাশি বর্তমান সরকাকের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) ইসলামি মৌলবাদীদের আজ্ঞাবহ বলে চরম…

Taslima Nasrin

বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে (Sheikh Hasina) স্বৈরাচারী বলার পাশাপাশি বর্তমান সরকাকের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) ইসলামি মৌলবাদীদের আজ্ঞাবহ বলে চরম কটাক্ষ করলেন লেখিকা (Taslima Nasrin) তসলিমা নাসরিন। তিনি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লিখে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ থেকে নির্বাসিত।

‘নির্বাসিত লেখিকা’ তসলিমা নাসরিন বারবার উল্লেখ করছেন, বাংলাদেশে ইসলামি মৌলবাদী শাসন প্রতিষ্ঠা পাচ্ছে। তাঁর যুক্তি, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী শাসন চলছিল। সেই শাসন থেকে মুক্তি পেতে জনতার বিক্ষোভে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। শেখ হাসিনার জমানা শেষের পর বাংলাদেশে ইসলামি মৌলবাদী শক্তি আরও জাঁকিয়ে বসেছে।

   

সরকারি চাকরিতে আসন সংরক্ষণ ইস্যু ঘিরে রক্তাক্ত বিক্ষোভের পর গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগের একটানা চার দফার সরকারের পতন হয়। গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কার্যভার গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

Muhammad Yunus

মুহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করে তসলিমা নাসরিন লিখেছেন, “তিনি (ড. ইউনূস) বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর আমার মনে হয়েছিল তিনি যেহেতু সেক্যুলার ইউরোপে ঘোরাঘুরি করেছেন অনেক, সেক্যুলার নেতা — যারা নারীর সমানাধিকারে আর মানবাধিকারে বিশ্বাস করেন, তাঁদের  সান্নিধ্যে এসেছেন, সেহেতু তিনি সেক্যুলারিজমে  বিশ্বাস করেন, নারীর সমান অধিকার আর মানবাধিকারে বিশ্বাস করেন, এবং এসবই তিনি দেশে প্রতিষ্ঠা করবেন, জীবনের  শেষ বয়সে দেশের জন্য ভাল কিছু করে যাবেন। “

তসলিমা লিখেছেন, “ভেবেছিলাম দেশের একমাত্র নোবেল পুরস্কার, তাও আবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) দেশে  শান্তির ব্যবস্থা করবেন। কিন্তু  প্রধান উপদেষ্টা থাকাকালীন দেশ অশান্তির আগুনে পুড়লো, দেশে অশান্তির ধ্বংসযজ্ঞ চললো, তিনি এসব বন্ধ করার কোনও চেষ্টাই করলেন না। তিনি অশান্তিকে বরং  শান্তি বললেন, উন্মত্ততাকে উৎসব বললেন। ইসলামী মৌলবাদিদের সঙ্গে তিনি একাকার হয়ে গেলেন।  ওরাই  আসলে তাঁর উপদেষ্টা। এবং তিনি তাদের আদেশ বা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন।”