Subrata Bain: রাজীব কুমারকে দেখে কাঁপত ঢাকার সুব্রত বাইন, এবার বাংলাদেশে ধৃত

Subrata Bain arrested in bangladesh এবার বাংলাদেশে ধৃত সে দেশের শীর্ষ অপরাধী সুব্রত বাইন। দীর্ঘ সময় বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা ও নেপালে অপরাধ জাল বিস্তার…

Subrata Bain arrested in bangladesh

Subrata Bain arrested in bangladesh

এবার বাংলাদেশে ধৃত সে দেশের শীর্ষ অপরাধী সুব্রত বাইন। দীর্ঘ সময় বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা ও নেপালে অপরাধ জাল বিস্তার করেছিল সুব্রত। তাকে ধরতে কলকাতা পুলিশের বিশেষ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তুখোড় অফিসার রাজীব কুমার। আন্তর্জাতিক অপরাধী তথা ঢাকার মাফিয়া ডন সুব্রত বাইন দীর্ঘ সময় কলকাতায় বন্দি ছিল পরে জামিন পায়। তাকে এবার বাংলাদেশ সেনা গ্রেফতার করল।

আসামি সুব্রত বাইন বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড

একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইন বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড। মঙ্গলবার (২৭ মে) সকালে খুলনা বিভাগের কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ সুব্রত বাইনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভারত থেকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

   

বাংলাদেশের শীর্ষ অপরাধী সুব্রত বাইন ২০০৮ সালে কলকাতার পাম অ্যাভিনিউ থেকে ধরা পড়েছিল।পরে সে জামিনে মুক্ত হয়ে নেপাল পালায়। সেখানে ধরা পড়ে জেলে সুড়ঙ্গ তৈরি করে ফের পালায়। তাকে ফের গ্রেফতার করতে ভূমিকা নেন রাজীব কুমার। নেপালে অভিযান চলাকালীন কলকাতা পুলিশ কূটনৈতিক সীমা লঙ্ঘন করে বলে অভিযোগ। পরে সেটি কূটনৈতিক স্তরে মেটানো হয়।

কুখ্যাত অপরাধচক্র নেতা Subrata Bain arrested in bangladesh

সুব্রত বাইন বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধচক্র নেতা। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান। নব্বই দশকে তার উত্থান।

২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় যে ২৩ জন শীর্ষ অপরাধীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল সুব্রত বাইন তাদের অন্যতম। সে ২০০৩ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পশিচমবঙ্গের রাজধানী কলকাতায় অপরাধ জগতে ঢুকে পড়ে। কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দা অফিসার রাজীব কুমার তদন্ত নিতেই সুব্রত ধরা পড়ে।

Advertisements

পুলিশ তাকে ২০০৮ সালে আটক করলেও সে আদালতে জামিন নিয়ে মুক্ত হয়। আবার ফিরে যায় পলাতক গোপন জীবনে। ২০০৯ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সে কর্মকর্তারা জানতে পারেন সুব্রত বাইন নেপালে ঢুকেছে। নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে নেপালী পুলিশের হাতে গ্রেপ্তার হয় সুব্রত বাইন। তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে রাখা হয়। পরে ঝুমকা জেলে রাখা হয় ২০১২ সানে জেল থেকে ৭৭ ফুট লম্বা সুড়ঙ্গ দিয়ে অন্যান্য ১০ জন বন্দীর সঙ্গে সুব্রত বাইন পালিয়ে যায়।

জেল ভেঙ্গে পালানোর পরিকল্পনা

নেপালের জেল ভেঙ্গে পালানোর জন্য সুব্রত বাইন ও বাকিরা রাতের অন্ধকারে মাটি কেটে সুড়ঙ্গ তৈরি করেছিল। বাঁশ কাটার চাকু দিয়ে মাটি কেটে ২০ ইঞ্চি চওড়া ও ২২ ইঞ্চি উচ্চতার এ সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল। কলকাতা পুলিশের অফিসার রাজীব কুমার এই তদন্তে ফের সুব্রত বাইনকে গ্রেফতার করেন।

২০১২ সালে বাংলাদেশের শীর্ষ অপরাধী সুব্রত বাইনকে কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশ গোয়েন্দা পুলিশ ও পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যৌথ অভিযামে বহুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Bangladesh: Bangladesh’s most-wanted criminal, Subrata Bain, has been arrested in Khulna after years on the run in Kolkata and Nepal. The mafia don, accused in over 30 murder cases, was previously caught by Kolkata Police led by Rajiv Kumar. Learn about the dramatic capture of this infamous “Seven Star Group” leader.