Bangladesh: বর্ষবরণে ফানুস উড়িয়ে নাশকতার আশঙ্কা বাংলাদেশে

বর্ষশেষ ও নতুন বছর আসার মুহূর্তে জঙ্গি সংগঠনগুলি হামলার চেষ্টা করতে পারে। এমনই আশঙ্কা থেকে বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ হয়েছে উৎসবের সময় ফানুস উড়িয়ে মজা ও…

bangladesh police

বর্ষশেষ ও নতুন বছর আসার মুহূর্তে জঙ্গি সংগঠনগুলি হামলার চেষ্টা করতে পারে। এমনই আশঙ্কা থেকে বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ হয়েছে উৎসবের সময় ফানুস উড়িয়ে মজা ও আতশ বাজি ফাটানো। রবিবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকার পুলিশ কমিশনার বলেন, আমরা বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি করব। যাতে কোনও জঙ্গি গোষ্ঠী নাশকতা চালাতে না পারে। ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। তাই স্ট্রিক্টলি অনুরোধ করছি যাতে কেউ ফানুস না ওড়ায়। ফানুস ওড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনও আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না।

বাংলাদেশে সম্প্রতি পুরনো ধারার জেএমবি ও নব্য জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলি তেমন সক্রিয় নয়। তবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের জামাতুল আনসার ফিল হিন্দাল শারকস্ফীয়া সংগঠনের ঘাঁটি ভেঙে দেয়। এদের সদস্যরা ‘পাহাড়ি ভাই’ নাম নিয়ে বাংলাদেশের ‘বম’ উপজাতির সশস্ত্র গোষ্ঠির সরাসরি সম্পর্ক রেখেছে। সেনা অভিযানের পর তারা প্রতিবেশি ভারতের ত্রিপুরা, মিজোরাম আর মায়ানমারে ছড়িয়ে গেছে।

বাংলাদেশের নতুন এই জঙ্গি সংগঠনটির অনেক যুব সদস্য গ্রেফতার হয়েছে। তবে আরও অনেকে নিখোঁজ। ঢাকা সহ বাংলাদেশের যে কোনও বিভাগে নাশকতা ঘটাতে তারা চায় বলেই মনে করছে দেশটির গোয়েন্দা ও পুলিশ বিভাগ।