Sitrang Cyclone: বাংলাদেশে সিত্রাং হামলা, সাগর থেকে শ্রমিকদের দেহ উদ্ধার

সকাল থেকে সিত্রাং (Sitrang Cyclone) হামলার তছনছ করা ছবি ও সংবাদ আসছে বাংলাদেশ থেকে। সোমবার রাতে সামুদ্রিত ঘূর্ণি সিত্রাং আঘাত করে বাংলাদেশের (Bangladesh) উপকূলে।  সিত্রাং…

Sitrang Cyclone: বাংলাদেশে সিত্রাং হামলা, সাগর থেকে শ্রমিকদের দেহ উদ্ধার

সকাল থেকে সিত্রাং (Sitrang Cyclone) হামলার তছনছ করা ছবি ও সংবাদ আসছে বাংলাদেশ থেকে। সোমবার রাতে সামুদ্রিত ঘূর্ণি সিত্রাং আঘাত করে বাংলাদেশের (Bangladesh) উপকূলে। 

Sundarban

  • সিত্রাং ঘূর্ণি মৃত
  • সিত্রাং আঘাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জনজীবন তছনছ
  • লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত। আশ্রয় কেন্দ্রে আছেন বহু।

বিস্তারিত পড়ুন:

শক্তি শেষ। ঘূর্ণি দানব সিত্রাং মৃত। বঙ্গোপসাগর থেকে আবার নতুন কোনও এক নাম নিয়ে ঘূর্ণি ছুটে আসবে। আপাতত সিত্রাং হামলায় বিপর্যস্ত বাংলাদেশ। পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে এই ঘূর্ণিঝড় আঘাত করেছে বাংলাদেশে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকায় সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মহম্মদ এনামুর রহমান। তিনি বলেন সরকারের কাছে সর্বশেষ হিসেবে মারা গেছেন মোট ৯ জন।

Sitrang Cyclone: বাংলাদেশে সিত্রাং হামলা, সাগর থেকে শ্রমিকদের দেহ উদ্ধার

তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা ক্রমে বাড়ছে। সিত্রাং এখন মৃত। তবে তার হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। সিত্রাং হামলায় চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালি তোলার ড্রেজার ডুবে যায়।  সেই ড্রেজার একে  ৮ শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একাধিক এলাকা থেকে আসছে নিহতের খবর।

মঙ্গলবার বেলা গড়াতেই ধ্বংসের ছবি। বঙ্গোপসাগর সাগর লাগোয়া বাংলাদেশের তিনটি উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালের জনজীবন বিপর্যস্ত। লক্ষাধিক ঘরছাড়া। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

Advertisements

Sitrang Cyclone: বাংলাদেশে সিত্রাং হামলা, সাগর থেকে শ্রমিকদের দেহ উদ্ধার

বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্ততি নিয়েছিলাম। প্রায় দশ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে,,উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার মধ্যরাতে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এ সময় ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলেছে, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে জলোচ্ছ্বাস হয়। ফের এমন সম্ভাবনা দেখা যাবে

বাংলাদেশের উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালের অন্তর্গত ১৯টি জেলায় ঘূর্ণির প্রভাব পড়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারেরের বিস্তির্ণ এলাকায় ধংসচিহ্ন স্পষ্ট।