হাসিনাকে তাঁর বাবার কায়দায় হত্যার ছক করেছিল এক ‘শ্বেতাঙ্গ’! বিস্ফোরক দাবি মুজিব কন্যার

তাঁকে হত্যা করার ষড়যন্ত্র নাকি অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাঁকে তাঁর বাবার কায়দায় হত্যা করার ছক কষেছিল ‘শ্বেতাঙ্গ’, পদত্যাগের পর দেশ…

Where is the destination of Sheikh Hasina who fled from Bangladesh by submitting resignation letter, পদত্যাগ পত্র জমা দিয়ে পলাতক শেখ হাসিনা, গন্তব্য কলকাতা?

তাঁকে হত্যা করার ষড়যন্ত্র নাকি অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাঁকে তাঁর বাবার কায়দায় হত্যা করার ছক কষেছিল ‘শ্বেতাঙ্গ’, পদত্যাগের পর দেশ ছেড়ে এমনই ভয়ঙ্কর কথা শোনালেন বাংলাদেশের (Bangladesh) সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তাঁকে বাঁচারও শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্ত মেনে নিলে তিনি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন।

রাতবিরেতে ট্রেন বাতিলের বড় ঘোষণা ভারতীয় রেলের

   

প্রসঙ্গত কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনাকে পিছু হটতে হয়, শুধু তাই নয় তাঁকে এক কাপড়ে তাঁর দেশ ছাড়তে হয়। বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর হয় সেনার হাতে। ভারতে নিরাপদ আশ্রয়ে এসে উঠেন শেখ হাসিনা। কিন্তু তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা থাকলেও সূত্র মারফৎ জানা গিয়েছে তিনি ইউরোপের কোনও দেশে পালিয়ে যেতে পারেন। তবে এই ঘটনার মধ্যে তিনি ফাঁস করলেন ভয়ঙ্কর তথ্য। তিনি জানিয়েছেন যে গত বাংলাদেশ নির্বাচনের আগে এক ‘শ্বেতাঙ্গ’ তাঁকে একটি প্রস্তাব দিয়েছিল। তিনি সেই প্রস্তাব মেনে নিলে হাসতে হাসতে নির্বাচন জিতে যাবেন এবং খুবই মসৃণ ভাবে সরকার চালাতে পারবেন কিন্তু তিনি সেই প্রস্তাব না মানলেই বিপদ।

Kamala Harris: ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কাছে বাছলেন কমলা হ্যারিস? জেনে নিন

কিন্তু কি ছিল সেই প্রস্তাব? তিনি জানিয়েছেন যে, বাংলাদেশে একটি অন্য দেশের বিমানঘাঁটি গড়তে প্রস্তাব দিয়েছিল এক ‘শ্বেতাঙ্গ’! কিন্তু কোন দেশ থেকে এসেছিল সেই প্রস্তাব, সেই নিয়ে তিনি কোনও কথা বললেনি। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন যে, তাঁর সরকারকে বারেবারে বিভিন্ন বিদেশি শক্তি দিয়ে সমস্যায় ফেলা হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের কাছে একটি নতুন খ্রিষ্টান দেশ তৈরি করারও পরিকল্পনা ছিল তাঁদের।

‘সাবধানতা অবলম্বন করুন’, ব্রিটেনে ভারতীয় ভ্রমণকারীদের বার্তা ভারতীয় হাই কমিশনের

সোমবারই পতন হয় বাংলাদেশ সরকারের। ওই দিন শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। নির্বিচারে চলে লুটপাট। মাছ, সবজি থেকে শুরু করে দামি ডিওরের স্যুটকেস, ল্যাম্প, ফ্য়ান, এসি- যাবতীয় সব কিছু চুরি করে নিয়ে যায় জনতা। এদিকে, বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লিগের কর্মী-সমর্থক, সংখ্যালঘু ও পুলিশের উপরে হামলার খবর মিলছে।

অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি এখনও সঙ্কটে। মঙ্গলবারই ১৩টি থানা ও ২টি কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। বন্দিদেরও মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত-বিরোধী বহু সন্ত্রাসবাদীও রয়েছে। আশঙ্কা বাড়ছে ভারতে অনুপ্রবেশ ও হামলারও। বিগত তিনদিনে শুধু ঢাকা মেডিকেল কলেজেই ৬৮ জনের দেহ আনা হয়েছে। এর মধ্যে রবিবার ১১ জনের, সোমবার ৩৭ জনের এবং মঙ্গলবার ২১ জনের দেহ এসেছে।