‘খেলা হবে’ (Khela Hobe) এমনই বিতর্কিত হুমকি রাজনৈতিক স্লোগানের জনক বাংলাদেশের (Bangladesh) সাংসদ শামীম ওসমান। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন আমাকে ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোন করে বলে়ছে, তোর মৃত্যুর সময় এসে গেছে।
বাংলাদেশের রাজনীতিতে তীব্র চর্চিত নেতা শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৪ কেন্দ্রের সাংসদ। এবারের নির্বাচনেও তিনি চর্চিত। বিএনপি সহেলী অন্যান্য বিরোধী দলগুলির বারবার অভিযোগ থাকে, ভোট লুঠ, রিগিং করান শামীম ওসমান। তিনি ভয়ের রাজনীতি কায়েম করেছেন। শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগানটি আসলে বিরোধীদের প্রতি হুমকি। তিনি এভাবেই ভোট লুঠের বার্তা দেন।
শামীম ওসমানের তৈরি করা স্লোগান খেলা হবে বাংলাদেশের মতো প্রতিবেশি ভারতের দুই বাংলাভাষীদের রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা়য বহুল ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ‘খেলা হবে’ স্লোগানটি বিশেষভাবে ব্যবহার করে। পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ স্লোগানটি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বিরোধীদের হুমকি দিতে ব্যবহার করতেন। সেটি প্রবল জনপ্রিয় হয়ে যায়। খেলা হবে স্লোগানে বাংনাদেশে শামীম ওসমান ও পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডলের নাম একইসাথে আলোচিত হয়। তবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেলে বন্দি।
বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। ভোটের দিন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় অন্যতম বিরোধী দল বিএনপি। এছাড়া জামাত ইসলামি, ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলও ভোট বাতিলের দাবিতে অবরোধ, হরতাল, হিংসাত্মক পথ নিয়েছে।
অবরোধে সরকারি বাস, ট্রেন সহ যানবাহনে আগুন ধরানো হচ্ছে। ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী, আধা সেনা,সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক পরিস্থিতি জারি আছে।