Joynagar: বিধায়কের অভিযোগ তৃণমূল নেতা সইফুদ্দিন খুনে ‘কান্তি গাঙ্গুলির ষড়যন্ত্র’ আছে

জয়নগরের (joynagar) শাসক নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় এবার প্রশাসনের বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সইফুদ্দিনকে খুন করতে পারে আনিসুর একথা প্রশাসনকে জানালেও তারা…

জয়নগরের (joynagar) শাসক নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় এবার প্রশাসনের বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সইফুদ্দিনকে খুন করতে পারে আনিসুর একথা প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের তৃ়ণমূল  বিধায়ক বিভাস সরদার। তার অভিযোগ সিপি়আইএম নেতা ও প্রাক্তন সুন্দরবন উন্নয়ণমন্ত্রী কান্তি গাঙ্গুলি ষড়যন্ত্র করছেন।

বিস্ফোরক অভিযোগ বিধায়ক বিভাস সর্দারের। তিনি বলছেন, কান্তি গঙ্গোপাধ্যায় অশান্তির চেষ্টা করছেন। বাড়িতে বাড়িতে অস্ত্র ঢুকছে এমনই অভিযোগ শাসক দলের বিধায়কের। বিধায়ক বিভাস সর্দার জানিয়েছেন, ” আমরা প্রশাসনকে বারবার বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সইফুদ্দিন লস্করকে খুন করার চেষ্টা করছে আনিসুর রহমান। একটি ষড়যন্ত্র করছে এই খবর আমাদের কাছেও ছিল। আমরা বারবার সতর্ক করেছিলাম”।

গত সোমবার নিজের বাড়ির পাশেই মসজিদে যাওয়ার সময় আততায়ীদের গুলিতে খুন হন সাইফুদ্দিন। এই ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের বিধায়ক বিভাস সরদার অভিযোগ করেছেন সিপিআইএমের একজন কর্মী আনিসুর রহমান খুনের ঘটনায় সরাসরি জড়িত। যদিও এরপরে আনিসুর সহ কামাল উদ্দিন ঢালিকে গ্রেফতার করা হয় নদীয়ার হরিণঘাটা থেকে। খুনের রেশ ধরে তৃণমূল-বাম রাজনৈতিক সংঘর্ষে জয়নগরের বহু এলাকা গরম। বাম সমর্থকদের ঘরবাড়ি পোড়ানো হয় বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশ ঘরছাড়া বাম সমর্থকদের ফেরাতে কান্তি গাঙ্গুলী, সুজন চক্রবর্তী মতো সিপিআইএম নেতাদের পুলিশ পাহারায় এলাকায় যেতে হবে।

তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর। তিনি বাড়ির কাছে মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হয়। তিনি জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি ছিল। এই ঘটনার পর থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি।