Bangladesh: ভোটের বাংলাদেশে ‘গৃহযুদ্ধ’, এমপি হবই পণ করে স্ত্রী-স্বামীরা পরস্পর লড়ছেন

ওগো তুমিও! হ্যাঁ আমিও! ভোটের বাংলাদেশে (Bangladesh) এমনই পরিস্থতি। একেবারে গৃহযুদ্ধ পরিস্থিতি। একাধিক দম্পতি পরস্পর প্রতিদ্বন্দ্বী। স্ত্রী আর স্বামীদের লক্ষ্য এমপি (সাংসদ) হতেই হবে। চলছে…

ওগো তুমিও! হ্যাঁ আমিও! ভোটের বাংলাদেশে (Bangladesh) এমনই পরিস্থতি। একেবারে গৃহযুদ্ধ পরিস্থিতি। একাধিক দম্পতি পরস্পর প্রতিদ্বন্দ্বী। স্ত্রী আর স্বামীদের লক্ষ্য এমপি (সাংসদ) হতেই হবে। চলছে তাদের প্রচার।

ব্যক্তিগত জীবনে একে ওপরের সঙ্গী হলেও ঘরের বাইরে এসে হয়ে গেলেন প্রতিপক্ষ। দ্বাদশ বাংলাদেশ (Bangladesh) সংসদ নির্বাচনে একই সংসদীয় আসনের জন্য লড়াই করবেন স্বামী-স্ত্রী। দুজনেই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পেয়েছেন মনোনয়ন বৈধতা।নির্বাচনী লড়াইয়ে নামতে বাঁধা নেই এই দম্পতির। আলোচিত এই ঘটনাটি ঘটেছে শৈলকূপা অঞ্চল নিয়ে গঠিত ঝিনাইদহ ১ আসনে। মনোনয়ন যাচাইয়ের শেষ দিনে বৈধতা পান নজরুল ইসলাম এবং তার স্ত্রী মুনিয়া আফরিন। জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার এস এম রফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন।

   

জানা যায়, ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই। ফলে মনোনয়ন বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম। আসনটিতে তার স্ত্রী মুনিয়া আফরিনও প্রার্থী হন। তবে বিষয়টি কেউ জানতেন না। সাধারণ ভোটারদের অভিমত ছিল, যদি নজরুল ইসলামের মনোনয়ন কোনো কারণবশত বাতিল হয় সেক্ষেত্রে প্রার্থী হবেন তার স্ত্রী। এজন্যই স্ত্রী মুনিয়া আফরিন মনোনয়ন জমা দিয়েছিলেন।

এ বিষয়ে প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘আমি ও আমার স্ত্রীর মনোনয়ন বৈধ হয়েছে। দুজনই ভোটে লড়ব। কেউ কারো প্রতিযোগী মনে করছি না। আমি, আমার স্ত্রী ছাড়াও আরও আটজন প্রার্থী আছেন। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে।’

ঝিনাইদহ-১ আসন ছাড়াও একই ঘটনা দেখা গিয়েছে ফেনী ৩ আসনেও। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৪ জন। এর মধ্যে একই পরিবারে স্বামী-স্ত্রী এবং বাবা-ছেলের মধ্যে তিনজন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন পারভিন আক্তার ও তার স্বামী প্রাক্তন এমপি হাজি রহিম উল্যাহ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশারের ছেলে ইসতিয়াক আহমদ সৈকত।

এমন ঘটনা ঘটেছে লক্ষীপুর ২ আসনেও। এই আসনে এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। নূর উদ্দিন চৌধুরী এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। রুবিনা ইয়াসমিন লুবনা নির্দল প্রার্থী।