ডামাডোলের বাংলাদেশে মাওবাদীদের প্রকাশ্য মিছিলে চাঞ্চল্য

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে প্রকাশ্যে এলেন বাংলাদেশি মাওবাদীরা! (Maoists) একাধিক সংগঠনের মাওবাদ অনুসারী সদস্যরা মিছিল করলেন ঢাকায়। তাদের দাবি, ভারত সরকার আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদ…

Maoists procession in bangladesh

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে প্রকাশ্যে এলেন বাংলাদেশি মাওবাদীরা! (Maoists) একাধিক সংগঠনের মাওবাদ অনুসারী সদস্যরা মিছিল করলেন ঢাকায়। তাদের দাবি, ভারত সরকার আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদ করতে ‘অপারেশন কাগার’ চালাচ্ছে। উল্লেখ্য এই অপারেশনে সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ভারতীয় মাওবাদী দলের সাধারণ সম্পাদক বাসভরাজ। তার প্রতি শ্রদ্ধা জানানো হলো বাংলাদেশি মাওবাদীদের প্রকাশ্য সভায়।

ঢাকার পুরানা পন্টনে নিহত ভারতীয় মাওবাদী নেতা বাসভরাজের ছবি নিয়ে মিছিল হয়। মিছিল থেকে স্লোগান ওঠে মাওবাদ জিন্দাবাদ। বাংলাদেশ এমন ধরণের স্লোগান এই প্রথম প্রকাশ্যে মিছিল থেকে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

   

উল্লেখ্য,পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবার সময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে নকশালপন্থী সংগঠনগুলি বিশেষ সক্রিয় ছিল। আর স্বাধীনতায় পরবর্তী বাংলাদেশে মাওবাদ অনুসারী নকশাল নেতা সিরাজ সিকদার ছিলেন তীব্র আলোচিত।

তার নেতৃত্বে সর্বহারা পার্টির বিস্তার হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনে সিরাজ সিকদারের মৃত্যু বিচার বহির্ভুত রাজনৈতিক হত্যা বলে চিহ্নিত হয়েছে। এরপর বাংলাদেশে নকশালপন্থী তথা অতিবামপন্থী রাজনীতি নিস্তেজ হয়ে যায়।

গতবছর বাংলাদেশে রক্তাক্ত গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ভেঙে পড়ে। তখনই বিভিন্ন গ্রাফিতিতে সিরাজ সিকদারের হত্যার বদলা চাই লেখা দেখা গেছিল। বাংলাদেশে ফের মাওবাদ রাজনীতির কথা উঠতে থাকে। হাসিনা পরবর্তী ডামাডোলের বাংলাদেশে এবার মাওবাদী অনুসারীদের সভা ঘিরে রাজনৈতিক বিতর্ক। অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন মদতে এমনটা হয়েছে বলে অভিযোগ।

ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভারতের মাওবাদী নেতা বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভারতে একাধিক নাশকতায় জড়িত নিহত বাসভরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই অনুষ্ঠান হয় বাংলাদেশের মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায়। কবিতা পাঠ করেন সুমাইয়া সিকদার ইলা।

Advertisements

ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে গোলশূন্য ড্রতে আটকে গেল ডায়মন্ড হারবার

ভারতে মাওবাদী ও আদিবাসী গণহত্যাবিরোধী প্রতিবাদ কমিটি, বাংলাদেশ সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার দ্বারা চালিত একটি নৃশংস সামরিক অভিযান “অপারেশন কাগার” এর মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে।

গত জানুয়ারি’২৪ থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করেছে। ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।”

সংগঠনের আহ্বায়ক হাসান ফকরী জানান, গত ২১ মে ভারতের বাসভরাজসহ ২৮ জনকে আটক করে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা ফ্যাসিস্ট মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে “অপারেশন কাগার” বন্ধ করার দাবি জানাচ্ছি। ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।