গুঞ্জন তীব্র। নায়িকা পরীমণির কয়েকটি ছবি ফের ভাইরাল। এই ছবি দেখে পরীর (Porimoni) দুই বাংলার ভক্তরা বলছেন এবার কে? শামসুন্নাহার স্মৃতি পরীমণি কি ফের সন্তানসম্ভবা উঠছে এমন প্রশ্ন। অনেকেই বলছেন বিয়ের আগে মা হওয়ার নজির আছে পরীর। এবারও কি তেমনই কিছু ঘটল! ছেলেটা কে? প্রশ্নে ঢালিউড ও টলিউড সরগরম।
বাংলাদেশি অভিনেত্রী পরীমণি একাধিক বিয়ে করেছেন। তিনি সর্বশেষ যাকে বিয়ে করেছিলেন সেই শরিফুল রাজের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। সেই বিয়ের আগেই সন্তানসম্ভবা পরী তার ছবি দিয়েছিলেন। সেই অবস্থায় বিয়ে করেছিলেন। বিয়ের আগে মাদক মামলায় জেলে ছিলেন পরী। তিনিই বাংলাদেশের প্রথম জেল খাটা নায়িকা।
সম্প্রতি পরীর বিরুদ্ধে একটি খুনের চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। জামিন নিয়েছেন তিনি। তার জামিনদাতা সঙ্গীতশিল্পী সাদী। এরপর পরী ও শেখ সাদীকে ঘিরে গুঞ্জন বাড়ছে। এরমধ্যে সাদীর তরফে পরীমণিকে ইঙ্গিতবহুল ফেসবুক বার্তা ভাইরাল হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে পরীমণির ছবিতে বাংলাদেশ গরম।
পরীর দেওয়া ছবিতে ‘Body’ লেখা। জানা যাচ্ছে এটি একটি সংস্থা। তার প্রচার করছেন পরীমণি। তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান। সম্প্রতি একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচারে গিয়ে ইসলামি সংগঠনগুলির বাধা পেরেছিলেন পরীমণি। এরপর তিনি সামাজিক মাধ্যমে বলেন আমরা কি স্বাধীন দেশে বাস করছি। উল্লেখ্য এমন মন্তব্যের পরেই পরামণির বিরুদ্ধে পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
দেশের বর্তমান পরিস্থিতিতে অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় ‘অনিরাপদ বোধ’ করছেন দাবি করেন পরীমণি। তিনি বলেন, অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ।
তিনি বলেন, আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো, পিছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।
পরীমণি বলেন, যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্মবিরোধী? ধর্মের ওপরে কী আঘাত হচ্ছে আমি স্পষ্টভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে, এরা আসলে কারা।
গতবছর গণবিক্ষোভে বাংলাদেশে শেখ হাসিনার জমানা শেষ হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন,এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু হলেও ভূমিকা রাখি তাহলে কেন স্বাধীনতা উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?