Porimoni: মাতাল হয়ে খুনের চেষ্টা মামলায় পরীমণির আত্মসমর্পণ, ফের জেল নাকি জামিন?

মদ খেয়ে মাতাল হয়ে এক প্রভাবশালী ব্যবসায়ীকে কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছিলেন অভিনেত্রী (Porimoni) পরীমণি। এরপর তার বিরুদ্ধে যে খুনের চেষ্টা মামলা চলছে, সেই মামলায় গ্রেফতারি…

porimoni arrest warrant

মদ খেয়ে মাতাল হয়ে এক প্রভাবশালী ব্যবসায়ীকে কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছিলেন অভিনেত্রী (Porimoni) পরীমণি। এরপর তার বিরুদ্ধে যে খুনের চেষ্টা মামলা চলছে, সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ (Bangladesh) উত্তাল। কলকাতার সিনেমাপাড়া টালিগঞ্জে চাঞ্চল্য। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমণি ঢাকার আদালতে আত্মসমর্পন করলেন। তিনি আগে মাদক পাচার মামলায় জেল খেটেছেন। বাংলাদেশের প্রথম জেল খাটা আসামী হিসেবে চিহ্নিত পরীমণি। (porimoni arrest warrant)

পরীমণির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা porimoni arrest warrant

বাংলাদেশি রাজনীতিক- ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও ধর্ষণ চেষ্টার মামলা করেন পরীমণি। দুজনেই জেলে ছিলেন।

   

ঢাকার আদালতে নালিশি মামলা porimoni arrest warrant

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পারসেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গি porimoni arrest warrant

নাসির উদ্দিন মাহমুদের অভিযোগ,রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পারসেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

আরও অভিযোগ, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে আটক

এই ঘটনার পরপরই মাদক পাচার মামলায় জেলে গেছিলেন পরীমণি। ২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির ঢাকার বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করেছিল। আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেয় আদালত। টানা ২৬ দিন জেলে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেন।

পরীমণি চলতি সপ্তাহে একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে ইসলামি সংগঠনগুলির বাধাপ্রাপ্ত হন। ক্ষোভে তিনি লিখেছিলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!” এই পোস্ট করার পর পরীমণির বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিক-ব্যবসায়ী নাসির উদ্দিনকে খুনের চেষ্টার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অপরাধ প্রমণিত হলে নায়িকার সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।

 Entertainment: Actress Porimoni throws glass at businessman while drunk. Arrest warrant issued in murder attempt case. Bangladesh in uproar. Kolkata film industry shocked. Porimoni surrenders in Dhaka court.