বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে (Meher Afroz Shaon) আটক করল গোয়েন্দা পুনিশ। এর জেরে বাংলাদেশে তীব্র চাঞ্চল্য।
অভিনেত্রী শিল্পী শাওন হলেন কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। সম্পর্কসূত্রে তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুলের সৎ শাশুড়ি।
মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র অভিযোগ আনার কারণ, তিনি সম্প্রতি বাংলাদেশের অভ্যম্তরীণ বিষয় ও সরকার পরিচালনা নিয়ে সরব হয়েছিলেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে শাওনকে জেরা করা হবে।
মেহের আফরোজ শাওনকে আটক করার কথা জানান গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন হেফাজতে নিয়ে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।
অভিনেত্রী শাওনের স্বামী প্রয়াত হুমায়ূন আহমেদ। তাঁর প্রথম পক্ষের সন্তানদের মধ্যে শীলা আহমেদের সমবয়সী শাওন। কন্যাসম শাওনকে বিয়ে করার আগে প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদ। শাওনের দুই পুত্র।