Durga Puja: কেদারনাথ মন্দির, পদ্মা সেতুর থিমে চমকে দিচ্ছে বাংলাদেশের প্যান্ডেল

বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোয় সেজে উঠেছে কলকাতা। শুধু কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে মেতে উঠেছেন। প্রথমার দিন থেকে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার…

বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোয় সেজে উঠেছে কলকাতা। শুধু কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে মেতে উঠেছেন। প্রথমার দিন থেকে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মত। আলোর রোশনাইতে ঝলমল করছে যেন গোটা বাংলা। রাম মন্দির থেকে ডিজনিল্যান্ড। কোথাও ফুচকার প্যান্ডেল। থিমের দৌড়ে পিছিয়ে নেই জেলার পুজোও। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, সেজে উঠেছে অপারবাংলাও। আস্ত কৈলাশ পর্বত স্থান করে নিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার এক প্যান্ডেলে। যা নিয়ে দর্শনার্থীদের উৎসাহ চরমে।

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ উৎসবের আমেজে মণ্ডপ থেকে মণ্ডপ ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা দুপুরের পর থেকে ভিড় করছেন সাতক্ষীরার হাড়িভাঙ্গা স্কুল মাঠে।সেখানে কৈলাস পর্বতমালায় কেদারনাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে প্যান্ডেল। পাহাড়ের গুহার মধ্যে নির্মিত প্রতিমা দর্শনেও মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

   

সাতক্ষীরার আশাশুনির মহেশ্বরকাটি সার্বজনীন পূজা মণ্ডপটি তৈরী হয়েছে পদ্মাসেতুর আদলে। যেন মেট্রোরেলে চড়ে পদ্মা সেতু পার হয়ে যাবেন দর্শনার্থীরা।ছোটো শিশুরা শুধু নয়, বড়রাও মেট্রোরেলে পদ্মা সেতু পার হয়ে প্রতিমা দর্শন করতে পেরে আনন্দিত। পুজো কমিটির এক সদস্য জানান, তাদের এ আয়োজনে অনেক টাকা খরচ হলেও দর্শনার্থীদের সন্তুষ্ট করতে পেরে তারা আনন্দিত ।

সর্বজনীন দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘সবাই মিলে পূজা অর্চনার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’এবার সাতক্ষীরায় ৬০৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আশাশুনিতেই ১১৮টি পূজামণ্ডপ রয়েছে।