বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রাশ থাকবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) হাতেই। মঙ্গলবার রাতেই বাংলাদেশের রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন এই নোবেলজয়ী।
Kamala Harris: ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কাছে বাছলেন কমলা হ্যারিস? জেনে নিন
বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন একথা জানিয়ে বলেন, ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। কোটা সংস্কার আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দেশও ছেড়েছেন তিনি। তারপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন কে? তা নিয়েই চলছিল জল্পনা।
Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীর উধমপুরে নিরাপত্তাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ, আটক ৪০
প্রথম আলোর-এর তরফে জানা গিয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ১৫ সদস্যের একটি দল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে যায়। সন্ধে সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
‘সাবধানতা অবলম্বন করুন’, ব্রিটেনে ভারতীয় ভ্রমণকারীদের বার্তা ভারতীয় হাই কমিশনের
মঙ্গলবার ভারতীয় সময় ১২.১৫ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন, সে বিষয়ে ১৫ জনের নামের একটি তালিকা তাঁরা দিয়েছেন। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান মহম্মদ ইউনুস৷ বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তিনি৷ যদিও শেখ হাসিনা সরকারের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছিলেন তিনি৷ হাসিনা সরকার তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে বলেও অভিযোগ ওঠে৷ মঙ্গলবার ইউনুস একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার পক্ষেই তিনি৷