সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধ করল বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের নেৃতৃত্বাধীন সরকার জানিয়েছে শেখ হাসিনার জমানায় বিপুল খরচের ফ্রি হজ যাত্রা করতেন প্রভাবশালী ও সরকারি আমলারা। সেই খরচ আর করা হবে না।
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিগত সময়ে অনেক কর্মকর্তা সরকারি টাকায় বিনামূল্যে হজযাত্রা করেছেন। এবার থেকে সেটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।
বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের অন্যান্য ধর্মের অনুসারীরা নিরাপদে আছেন। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২০২৫ সালের জন্য বাংলাদেশ থেকে হজ পালনের সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী অংশ নিতে পারবেন।
সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে:.সাধারণ হজ প্যাকেজ-১ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং সাধারণ হজ প্যাকেজ-২: ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। আগামী বছর হজের বিশেষ প্যাকেজ থাকছে না।