MP Murder Case: কলকাতায় খুন বাংলাদেশি সাংসদ আনোয়ারুল, নেপালে আটক আসামী সিয়াম

কলকাতায় ডেকে এনে খুন করার পর বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের দেহ টুকরো করে কাটা হয়েছিল। এই খুনের (MP Murder case) তদন্তে নেমে পশ্চিমবঙ্গের সিআইডি ও…

কলকাতায় ডেকে এনে খুন করার পর বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের দেহ টুকরো করে কাটা হয়েছিল। এই খুনের (MP Murder case) তদন্তে নেমে পশ্চিমবঙ্গের সিআইডি ও বাংলাদেশ সরকার দাবি করে অন্যতম অভিযুক্ত সিয়াম নেপালে পলাতক। এবার তাকে নেপাল থেকে গ্রেফতার করা হল।

বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মহম্মদ সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে বলে জানাচ্ছে নেপাল সরকার। ৩০ মে নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

   

আটক সিয়াম এমপি আজিমের লাশ গুম করার কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি বরিশালের ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। সাংসদ খুনের মূল চক্রী আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করত সিয়াম বলে ঢাকার পুলিশ সূত্র থেকে জানা গেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নেপাল সরকারের সঙ্গে  যোগাযোগ শুরু হয়েছে।

নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ শনিবার নেপালে গেছেন। এর আগে তিনি কলকাতা গিয়ে তদন্ত করেন।

তদন্তে উঠে এসেছে গত ১৩ মে কলকাতায় আনোয়ারুল আজিমকে খুনের পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর সেই কলকাতা থেকে নেপাল চলে যায়। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আক্তারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছে, সে থুনের ঘটনার পর কলকাতা থেকে ঢাকায় ফিরেছিল। ঢাকা থেকে ২০ মে দিল্লি হয়ে কাঠমান্ডু গেছিল। পরে নেপাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে।