লোকসভা ভোটের শেষ দিন নতুন করার বাংলার সরকারকে তুলধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূলের ‘মা মাটি মানুষ’ স্লোগানকে হাতিয়ার করে বিরাট বড় মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মোদীর ক্যাবিনেটের এই নেতা।
আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করার জেপি নাড্ডা বলেন, ‘আগে মমতাজি ‘মা, মাটি, মানুষ’ নামে পরিচিত ছিলেন। সেখানে আমরা সবাই দেখেছি সন্দেশখালিতে শাহজাহান শেখ ‘মা’র সঙ্গে কী করেছেন। মাটির অবস্থা এমন করা হয়েছে যে অনুপ্রবেশকারীরা জমি দখল করে জমি জিহাদ চালাচ্ছে। অন্যদিকে ‘মানুষ’-এর অবস্থা এমন করা হয়েছে যে, ঘুষ না দিয়ে বা তৃণমূল কর্মীদের টাকা না দিলে কোনও কাজ হবে না। তাই সেখানকার মানুষ বিরক্ত, তারা দুঃখিত। ওরা তৃণমূলের থেকে বদলা নিতে প্রস্তুত।’
চলতি বছরে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের তরফে হাজী নুরুল ইসলাম, বিজেপির তরফে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র এবং সিপিএমের তরফে নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে সিপিএম।
যাইহোক, লোকসভা নির্বাচনের শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী আসনও। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, বিহারের ৮টি আসন, ওড়িশার ৬টি আসন, হিমাচল প্রদেশের ৪টি আসন, ঝাড়খণ্ডের ৩টি এবং চণ্ডীগড়ের ১টি আসনে ভোট হচ্ছে।
এই পর্বে অনেক বড় হেভিওয়েটদের ভাগ্য নির্ধারন হবে। এই দফায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হামিরপুর আসন থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আসন থেকে, লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী পাটলিপুত্র থেকে এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মান্ডি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
#WATCH | On West Bengal CM Mamata Banerjee, BJP national president JP Nadda says “Mamata ji was known for ‘Maa, Maati, Maanush’. We all saw what Shahjahan Sheikh did to ‘Maa’. The condition of the soil (Maati) was made such that the infiltrators kept occupying the land and… pic.twitter.com/Dh9ubaZgZW
— ANI (@ANI) June 1, 2024