HomeWorldBangladeshমৈত্রী পাইপলাইন: ভারত থেকে কম খরচে ডিজেল পেল বাংলাদেশ

মৈত্রী পাইপলাইন: ভারত থেকে কম খরচে ডিজেল পেল বাংলাদেশ

দুই দেশের মধ্যে এই মৈত্রী পাইপলাইন দিয়ে ১৫ বছর ধরে ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মোট ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ এই ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বেশিরভাগ পড়েছে বাংলাদেশে।

- Advertisement -

অভ্যন্তরীণ জ্বালানি তেল সংকট কাটাতে এবার ভারত থেকে কম খরচে ডিজেল আমদানি শুরু করল করল বাংলাদেশ। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী পাইপলাইন (India Bangladesh Friendship Pipeline) উদ্বোধন করলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতেআন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। কম খরচে ডিজেল আমদানির জন্য ভারত থেকে পাইপলাইন বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে।

   

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন এই পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চালু হলে ভারত থেকে সহজে কম খরচে ডিজেল আমদানি করা যাবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা আরো সুদৃঢ় হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবিএম আজাদ জানিয়েছেন বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হলেও ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়তি ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ।

দুই দেশের মধ্যে এই মৈত্রী পাইপলাইন দিয়ে ১৫ বছর ধরে ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মোট ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ এই ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বেশিরভাগ পড়েছে বাংলাদেশে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular