march for yunus
ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনার মধ্যেই তাঁর সমর্থকেরা রাস্তায় নামার ডাক দিলেন। শুক্রবার নামাজের পর ঢাকার শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল— ‘March for Yunus’।
ইউনূস-সমর্থকদের পোস্টারে ছয়লাপ ঢাকা
রাজপথ জুড়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইউনূস-সমর্থকদের পোস্টার। পোস্টারে লেখা স্পষ্ট বার্তা— “ইউনূসকে পাঁচ বছরের জন্য রাখতেই হবে”৷ কোথাও আবার লেখা “আগে সংস্কার, পরে নির্বাচন”। শুক্রবারের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চড়েছে উত্তেজনার ঢেউ।
ঘটনার সূত্রপাত গত বুধবার। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, “দেশে জাতীয় নির্বাচন হওয়া উচিত এই বছরের ডিসেম্বরের মধ্যেই।” তাঁর স্পষ্ট বক্তব্য, “দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।” সেনাপ্রধানের এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে ইউনূস পদত্যাগ করতে চলেছেন৷
‘জুলাই গণহত্যা’ march for yunus
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করে সেনাবাহিনী। চলতি বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘কোটা বাতিল’ আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ ক্রমে রূপ নেয় গণ-আন্দোলনে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় অন্তত ৩০০ জনের— যা পরে ‘জুলাই গণহত্যা’ নামে পরিচিত হয়। এই ঘটনার পর দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার জেরে উঠে আসেন ইউনূস।
দ্রুত নির্বাচনের দাবি
এদিকে, বিএনপি-র পক্ষ থেকে লাগাতার দাবি উঠছে দ্রুত নির্বাচনের। দলের শীর্ষনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের গণতন্ত্রের ওপর এক নতুন কালো ছায়া নেমে আসছে। ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার।” তাঁর আশঙ্কা, জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে।
তবে ড. ইউনূস নিজের অবস্থানে অনড়। তাঁর বক্তব্য, “প্রয়োজনে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নিতে হতে পারে। আগে সংস্কার, তারপরই হবে নির্বাচন।” শাহবাগে শুক্রবারের মিছিল ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা মোতায়েনের আভাস পাওয়া গিয়েছে। রাজনীতি ও প্রশাসনের নজর এখন শাহবাগের দিকেই।
Bangladesh: As speculation about Dr. Muhammad Yunus’s resignation intensifies, his supporters plan a ‘March for Yunus’ in Dhaka, demanding his five-year retention and reforms before elections. This comes amidst the Army Chief’s call for polls by December, further fueling political tensions.