উত্তাল বাংলাদেশ! গণপিটুনির পর জ্যান্ত পোড়ানো খোকন দাসের মৃত্যু

Man Set Ablaze By Mob Dies in Bangladesh 

ঢাকা: রক্তক্ষয়ী ২০২৫ শেষ হলেও ওপার বাংলায় হিন্দু নিধন থামার কোনো লক্ষণ নেই। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর শরীয়তপুরের কানইর ইউনিয়নের তিলোই গ্রামে খোকন দাস (৫০) নামে এক হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল একদল দুষ্কৃতী। গত দুই সপ্তাহে এটি চতুর্থ হিন্দু নিধনের ঘটনা।

নৃশংসতার চরম সীমা

স্থানীয় সূত্রের খবর, খোকন দাস পেশায় একজন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী ছিলেন। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় একদল উন্মত্ত জনতা তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে খোকনবাবু পাশের একটি পুকুরে ঝাঁপ দিলেও শেষরক্ষা হয়নি। শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, সেখানেই তাঁর মৃত্যু হয়। খোকন দাসের স্ত্রী বিচারের দাবি জানিয়ে বলেন, “আমার স্বামী খুব সাধারণ মানুষ ছিলেন, কারও কোনো ক্ষতি করেননি। কেন তাঁকে এভাবে মারা হলো জানি না।”

   

অশান্ত বাংলাদেশ ও ভারত যোগ Man Set Ablaze By Mob Dies in Bangladesh 

গত ডিসেম্বরে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব এবং সংখ্যালঘুদের ওপর হামলা তীব্র হয়েছে। এর আগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নগ্ন করে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে চরম মেরুকরণ এবং নৈরাজ্য চলছে, খোকন দাসের মৃত্যু তারই সাম্প্রতিক উদাহরণ।

ভারত ও বিজেপির প্রতিক্রিয়া

এই হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। সোশ্যাল মিডিয়ায় (X) দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকন দাসের মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং মুর্শিদাবাদে হারগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনার উল্লেখ করে বিজেপি অভিযোগ করেছে, ভারত ও বাংলাদেশ, উভয় পারেই বাঙালি হিন্দুদের টার্গেট করা হচ্ছে।

পুলিশ খুনের গর্বিত স্বীকারোক্তি!

এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হবিগঞ্জের এক ছাত্র সমন্বয়ককে দম্ভের সঙ্গে বলতে শোনা যাচ্ছে যে, তাঁরা সাব-ইন্সপেক্টর সন্তোষ ভাবুকে পুড়িয়ে মেরেছেন। ওই ভিডিওতে পুলিশকে প্রকাশ্য হুমকি দিতেও দেখা গিয়েছে ওই যুবককে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

 Bangladesh: Khokon Das Shariatpur murder, Hindu minority safety Bangladesh 2026, Dipu Chandra Das burning incident, SI Santosh Bhabhu murder video, anti-India sentiment Bangladesh protest, Sharif Osman Hadi death impact, West Bengal BJP reaction on Hindu killings.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন