ভোট শেষে বাংলাদেশ (Bangladesh) জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় প্রত্যাশিতভাবেই আওয়ামী লীগের সরকার। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ভোট গণনা শেষ হলে এটা কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে।”
নির্বাচন কমিশনের তথ্য ধরলে বাংলাদেশের প্রায় ১২ কোটি ভোটারের ৫০ শতাংশ নির্বাচনে অংশ নেয়নি। একাধিক বিরোধী দল হরতাল ও ভোট বয়কট করার আহ্বান করেছিল।
বাংলাদেশের অন্যতম চর্চিত কেন্দ্র গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন। এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রত্যাশিত জয় পেলেন। তিনি প্রায় আড়াই লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্লা পেয়েছেন ৪২৫টি ভোট।
১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। পরে ছিলেন বিরোধী নেত্রী। তবে গত তিনটি জাতীয় নির্বাচনে টানা তিনবার জয়ী হয়েছে তার দল। বিশ্লেষকরা বলছেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী তিনিই।
১২ তম বাংলাদেশ নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। সংসদে বিরোধী দল বলে চিহ্নিত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হয়েছে আওয়ামী লীগের। মূল বিরোধী শক্তি বিএনপি ভোট বয়কট করেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ফের সরকার গড়ছেন বলে দাবি বিশ্লেষণকদের।