সেমিকন্টাক্টরের পর এবার কলকাতার ভাগ্যে জুটতে চলেছে সুপার কম্পিউটার। বৃহস্পতিবার দেশে তিনটি সুপার কম্পিউটার প্রতিস্থাপনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই পরমরুদ্র সুপার কম্পিউটারের (Param Rudra Super Computer) একটি পেতে চলেছে কলকাতা। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ভারতে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার ক্ষেত্রে এই নতুন সুপার কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুব প্রজন্মকে এই জলবায়ু গবেষণায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতার পাশাপাশি দিল্লির নয়ডা ও পুনেতেও এই দুই মেশিন বসবে।
ভোটের মুখে হামলার শিকার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ
কলকাতার সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এই সুপার কম্পিউটার বসতে চলেছে। এই সুপার কম্পিউটারের সাহায্যে আগামীতে আবহাওয়া থেকে ক্ষুদ্রশিল্প উন্নয়নে সহায়তা করবে। গোটা প্রকল্পে ২২ হাজার কোটি ব্যায় করছে কেন্দ্র। সম্প্রতি কলকাতায় সেমিকন্ডাক্টরে মার্কিন বিনিয়োগের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
Samsung Galaxy ভারতে লঞ্চ করল AI বৈশিষ্ট্য যুক্ত Tab S10 Plus ও S10 Ultra, জানুন স্পেসিফিকেশন
আমেরিকাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর নির্মাণে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই খবর সামনে আসতেই কিছুটা খুশির হাওয়া ওঠে রাজ্যের শিল্প-বানিজ্য মহলে। আর সেই খুশির রেশ ধরেই নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অভিষেকের নাম করে তোলাবাজি, ফিরহাদের ওএসডি-র বিরুদ্ধে থানায় অভিযোগ!
গত সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “আমি যথেষ্ট সৌভাগ্যবান যে দীর্ঘদিনের চেষ্টার পর পশ্চিমবঙ্গ একটি বৃহৎ আন্তর্জাতিক বিনিয়োগল পেতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলায় সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিপুল বিনিয়োগের কথা সামনে উঠে এসেছে। এটা আমাদের পক্ষে খুবই ভালো খবর। এবার সুপার কম্পিউটার নিঃসন্দেহে রাজ্যের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।