কবে আসছে ‘বাংলা টাকা’, বঙ্গবন্ধুর ছবির বদলে কী থাকবে বাংলাদেশের নতুন নোটে?

বাংলাদেশের (Bangladesh) টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যে আর রাখা হবে না তা নিশ্চিত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) মুখপাত্র ও নির্বাহী…

Bangladesh currency Bangla Taka

বাংলাদেশের (Bangladesh) টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যে আর রাখা হবে না তা নিশ্চিত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান , নতুন টাকা আসছে এটা নিশ্চিত। তার এই মন্তব্যের পর এটাও নিশ্চিত যে পাল্টে যাচ্ছে বাংলা টাকা।

বাংলা টাকার জন্ম
১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে “টাকা” প্রতিষ্ঠিত হয়। এই টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয়। ২০২০ সালে ১৭ই মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২০০ টাকা মূল্যমানের বিশেষ নোট প্রচলন করে।

   

গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিদ্রোহে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলা টাকা থেকে মুজিবুর রহমানের ছবি মুছে নতুন নোট বাজারে ছাড়া হবে।

বাংলাদেশের নতুন নোটে কেমন হবে নকশা?
২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকার নকশা থেকে বাদ পড়তে পারে শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন নকশায় জাতীয় প্রতীক বা “জুলাই বিপ্লবের” গ্রাফিতি থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।

উল্লেখ্য গত জুলাই ও আগস্ট মাস জুড়ে সরকারি চাকরিতে কোটা নিয়মের সংস্কার চেয়ে পড়ুয়াদের আন্দোলন ক্রমে গণবিক্ষোভে পরিণত হয়েছিল। সেই বিক্ষোভ দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিলেন বলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলা চলছে। বিক্ষোভরত শতশত শত নিহত। হাসিনা এখন ভারতে আশ্রিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সরকার উদ্যোগ নিয়েছে বাংলা টাকা থেকে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুরের ছবি মু়ছে দেওয়া হবে।

বাংনাদেশ অর্থ মন্ত্রকের ইঙ্গিত, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে অন্যান্য সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে।

Bangladesh Finance Ministry has indicated that the new notes of 20, 100, 500 and 1000 taka will not have the image of Sheikh Mujibur Rahman. Sheikh Mujibur Rahman’s image will be removed from all other notes in phases. Tenders will be called this month. Once this process is completed, printing will begin. The new notes will be released in the market before June.