HomeWorldBangladeshঅতি সঙ্কটে খালেদা জিয়া, ঢাকার রাজনীতিতে গভীর অনিশ্চয়তার ছায়া

অতি সঙ্কটে খালেদা জিয়া, ঢাকার রাজনীতিতে গভীর অনিশ্চয়তার ছায়া

- Advertisement -

 বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি৷ ঢাকার রাজনীতিতে অস্থিরতা। সোমবার দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, নেত্রীর অবস্থা “অতি সঙ্কটজনক” পর্যায়ে পৌঁছেছে। তাঁর কথায়, “খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তিনি লড়াই করছেন—আমাদের মাঝে ফিরে আসার সেই লড়াই।”

কী হয়েছে খালেদার?

রবিবার রাত থেকে খুব দ্রুত তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে৷ তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর—বহুবিধ শারীরিক জটিলতার ভারে প্রায় ভেঙে পড়েছে ৮০ বছর বয়সি খালেদার শরীর। কিডনির দীর্ঘদিনের সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। কিডনি কার্যকারিতা তীব্রভাবে কমে যাওয়ায় টানা চার দিন ডায়ালিসিস চালাতে বাধ্য হয়েছেন চিকিৎসকেরা। কিডনি স্থিতিশীল না-হলে অন্য চিকিৎসা অগ্রসর করার কোনও পথই খুলছে না।

   

তাতে যোগ হয়েছে শ্বাসকষ্ট-জনিত উদ্বেগ। ২৩ নভেম্বর ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ফুসফুসে তীব্র সংক্রমণ এবং নিউমোনিয়া। বয়সের ভারে একাধিক জটিলতা একে অপরকে প্রভাবিত করায় চিকিৎসার প্রক্রিয়া হয়ে উঠেছে কঠিন ও ঝুঁকিপূর্ণ। হাসপাতাল মহলের বক্তব্য—একটি চিকিৎসা এগোলেই অন্য সমস্যা তার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে।

হাসপাতালের বাইরে উপচে পড়া ভিড়, কিন্তু কেবিনের সামনে কড়া নিষেধাজ্ঞা Khaleda Zia Critical Health

রবিবার সকাল থেকে এভারকেয়ারের বাইরে জড়ো হয়েছে বিএনপি-র নেতা-কর্মীদের ঢল। অসংখ্য সমর্থক হাসপাতালে উপস্থিত হলেও চিকিৎসকের নির্দেশে কাউকে কেবিনের আশপাশেও যেতে দেওয়া হচ্ছে না। ফুসফুসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই বাড়তি সতর্কতা।

দলের শীর্ষ নেতারাও হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে ফিরে যেতে বাধ্য হয়েছেন। উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার আঁচ তাঁদের মুখে স্পষ্ট।

তারেক রহমানের না-ফেরার বার্তা ঘিরে নতুন জল্পনা

এদিকে লন্ডনে নির্বাসিত জীবন কাটানো খালেদার জ্যেষ্ঠপুত্র ও বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, মাকে দেখার ইচ্ছা থাকলেও “রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে” তিনি দেশে ফিরতে পারছেন না। তাঁর এই বার্তাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা—নেত্রীর সঙ্কটমুখী অবস্থায় দলের কৌশলগত সিদ্ধান্ত কোন পথে এগোবে?

ভবিষ্যৎ রাজনীতির সমীকরণে ছায়া ফেলছে খালেদার সঙ্কট

২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে। রাজনৈতিক উত্তাপ চরমে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক সঙ্কট শুধু মানবিক উদ্বেগই নয়, অনিবার্যভাবে রাজনৈতিক সমীকরণেও ছায়া ফেলছে। বিএনপি-র ভিতরে নেত্রীর অনুপস্থিতিতে নেতৃত্বের শূন্যতা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে উত্থাপিত নানা প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে।

এ মুহূর্তে দলের তরফে একটাই আবেদন—দোয়া। আহমেদ আজম খানের কথায়, “সারা জাতির কাছে দোয়া ছাড়া আর কিছু বলার নেই।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular