সম্মানের সঙ্গে পদত্যাগ করুন না হলে আমরাই তাকে পদচ্যুত করব। এমনই হুমকি পেলেন বাংলাদেশের (Bangladesh) রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তিনি সম্প্রতি দাবি করেছিলেন দেশত্যাগী শেখ হাসিনার ইস্তফাপত্র নেই। প্রবল বিতর্কে জড়িয়েছেন তিনি। রাষ্ট্রপতির ভবন ঘেরাও হয়েছিল। এবার রাষ্ট্রপতিকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি সংগঠন।
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ সংগঠনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা পালানোর পরে রাষ্ট্রপতি বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে তিনি বলেন পদত্যাগপত্র তিনি পাননি। তিনি কচ্ছপের মতো আচরণ করেছেন।বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন। বিপদ গেলে আবার মাথা বের করেছেন। সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান। আর তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করাবো।
ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। গত জুলাই আগস্ট মাসে সরকার বিরোধী গণবিক্ষোভ সমর্থন করেছিল এই সংগঠন।
সংগঠনটি প্রধান চরমোনাই পীর বলেন, আমরা কারও লেজুড়বৃত্তিক হতে চাই না। বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলামের বারোটা বাজিয়েছেন। ৫ আগস্টের পর ইসলামি রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে আশা করা যায় ইসলামি রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশের ক্ষমতায় বসেছেন তারাই স্বৈরাচার হয়েছেন। গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।