ঢাকায় পুলিশ অফিসার খুনে জড়িয়ে বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম গোপনে ভারতে ঢুকে ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নেয়। ভারতীয় হিসেবে তার নাম আরাভ খান। ঠিকানা পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর। এবার আরাভ ওরফে রবিউলের বিরুদ্ধে ইন্টারপোল (Interpol) জারি করল রেড অ্যালার্ট।
বাংলাদেশ পুলিশ থেকে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। এমনই জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।
সম্প্রতি রবিউল ওরফে আরাভ চর্চিত হয় তার দুবাইয়ের একটি সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে। ওই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট তারকা শাকিব আল হাসান। একই অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমকেও দেখা যায়। সামাজিক মাধ্যমে এই ছবি দেখে বাংলাদেশ পুলিশ চিহ্নিত করে দুবাইতে ওই দোকানের মালিক আরাভ খান আসলে বাংলাদেশের পুলিশ অফিসার খুনের আসামী রবিউল।
দুবাইতে থাকা আরাভ খানের বিষয়ে তথ্য সংগ্রহ করে চমকে যায় বাংলাদেশ পুলিশ বিভাগ। জানা যায়, আরাভ খান ভারতের নাগরিক। তবে সে যে আসলে ভুয়ো ভারতীয় ও একজন পলাতক বাংলাদেশি আসামী এই তথ্য তুলে ধরা হয়। কী করে তার সাথে শাকিব আল হাসান ও হিরো আলমের মত তারকাদের সাথে পরিচয় তা নিয়ে তদন্ত চলছে।
দুবাই থেকে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে বাংলাদেশে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। এমনই জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।