দুর্গাপূজায় ইলিশ সংকটের ক্ষতি সামলাতে ভারতীয় মৎস্য ব্যবসায়ীদের চিঠি

শারোদৎসবে (Durga Puja) ইলিশ সংকট প্রকট। বাংলাদেশ (Bangladesh) থেকে ইলিশ রফতানি বন্ধ থাকায় লোকসানের মুখ দেখছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। তাদের আবেদন দ্রুত ইলিশ পাঠান (Hilsa import…

Indian Fish Import Organization Requests Hilsa Imports from Bangladesh

শারোদৎসবে (Durga Puja) ইলিশ সংকট প্রকট। বাংলাদেশ (Bangladesh) থেকে ইলিশ রফতানি বন্ধ থাকায় লোকসানের মুখ দেখছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। তাদের আবেদন দ্রুত ইলিশ পাঠান (Hilsa import request)।

দুর্গাপুজায় পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা তুঙ্গে থাকে। প্রতিবছর বাংলাদেশ থেকে ইলিশ রফতানি করা হয়। বিগত আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার জমানায় ইলিশ চালান যেত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে। গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। এখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারের সিদ্ধাম্ত ইলিশ রফতানি হবে না। বাংলাদেশে ইলিশের চাহিদা মেটাতে এমন পদক্ষেপ বলে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে। এই ঘোষণার পরে ইলিশ চালান বন্ধ।

   

এই পরিস্থিতিতে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। 

চিঠিতে বাংলাদেশে ক্ষমতাসীন বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে (পররাষ্ট্র উপদেষ্টা) জানানো যাচ্ছে যে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় ৫ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি।

দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রফতানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।

এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।’