এর আগে যতবার ভোটে লড়েছেন জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে জনপ্রিয়তার নিরিখে সোশ্যাল মিডিয়ায় যে কোনও বড় অভিনেতা-অভিনেত্রী বা নেতা মন্ত্রীদের টেক্কা দেন। এমনই জনপ্রিয় হিরো আলম (Hero Alom) চাইছেন ভোটে জিতে আগে সাংসদ ও পরে একদিন মন্ত্রী হয়ে জনতার সেবা করতে।
বাংলাদেশে যে সাতটি আসনে উপনির্বাচন তাতে সরকারে থাকা দল আওয়ামী লীগের জয়ী হবার সম্ভাবনা প্রবল। যদিও আসনগুলি ছিল বিএনপির। গণতন্ত্র নেই অভিযোগে বিএনপির সাত সাংসদরা একযোগে পদত্যাগ করেছেন। এই সাতটি আসনে উপনির্বাচন। এই উপনির্বাচনে অন্যতম চর্চিত কৌতুক অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করতে চান।
হিরো আলম নিজের এলাকা বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়েছেন। তবে তাঁর ভোট লড়া নিয়ে আইনি জটিলতা ছিল। সেসব কাটিয়ে মনোনয়ন জমা দিতে পেরেছেন। ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন।
হিরো আলম বলেন, আমি গরিব ঘরের ছেলে। গরিবের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখেছি। তাদের জন্য কিছু করতে চাই। সাংসদ হলে সাধারণ মানুষের সেবা করার সুযোগ বাড়বে। তিনি বলেছেন, আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন দেওয়া হয়নি। চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের মনোনয়নের জন্য। সাড়া পাইনি। তাই নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচন করছি। আগে সাংসদ হই। তারপর মন্ত্রী হব।