Muhammad Yunus: বাংলাদেশের ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিলেন মুহাম্মদ ইউনূস !

রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী ক্ষমতায় আসার ১০০ দিন পার হয়ে গেছে। এই সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের…

mohammad yunus

রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী ক্ষমতায় আসার ১০০ দিন পার হয়ে গেছে। এই সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus:) উপর দ্রুত জাতীয় নির্বাচনের চাপ তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার কার্যভার গ্রহণ করার তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। সেই সময় পার হয়ে গেছে। ফলে চাপের মুখে মুহাম্মদ ইউনূস জানালেন তিনি ক্ষমতা ধরে রাখতে ইচ্ছুক নন।

বিস্ফোরক ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এখনই নির্বাচন হবে। তাঁর এই বার্তায় বাংলাদেশ আলোড়িত।

   

বাংলাদেশের অন্যতম সংবাদপত্র দ্য ডেইলি স্টার-কে  বিশেষ সাক্ষাৎকারে ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব।

তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি আমাদের বলে, যেভাবে আছে সেভাবেই (নির্বাচন) করে দেন, আমরা করে দেব। এটা প্রস্তুত থাকবে। প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটা সবার বিবেচনার বিষয়। নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত কেউ হলোই না। সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেব। আমরা কে এটাকে বাধা দেয়ার।

ক্ষমতা গ্রহণ করার একশ দিন পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন দৌড়তে শুরু করেছে। তিনি ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা পনের বছরের শাসনকে  স্বৈরাচার বলে কটাক্ষ করেছিলেন।

গত ৫ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। সেই দিন থেকে তিনি ভারতে আছেন। হাসিনা জমানা শেষ হতেই তার দল আওয়ামী লীগ কোণঠাসা। দলটিতে নিষিদ্ধ করার দাবি তুলছে বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই নিষিদ্ধ তালিকাভুক্ত হয়েছে দলটির শাখা সংগঠন ছাত্রলীগ।

বাংলাদেশের আরও দুই পূর্বতন শাসক বিএনপি ও জাতীয় পার্টি বারবার নির্বাচন করানোর দাবি জানিয়েছে। বিএনপির সুপ্রিম নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। আর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ‘সেনাশাসক-স্বৈরাচারী’ হিসেবে কুখ্যাত রাষ্ট্রপতি ছিলেন হুসেন মুহাম্মদ এরশাদ। তিনি প্রয়াত। তার দল জাতীয় পার্টি গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত। আরও এক দল বাংলাদেশ জামাত ইসলামি ছিল বিএনপি জোট সরকারের শরিক। সাম্প্রতিক গণবিক্ষোভের সময় দলটিকে নিষিদ্ধ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হাসিনার পতনের পর নিষেধাজ্ঞা কাটিয়ে জামাত ইসলামি এখন অন্যতম রাজনৈতিক শক্তি। এই দলটির প্রধান ড. শরিফুর রহমান দ্রুত নির্বাচনের বিপক্ষে।