Manipur Violence: সিএএ বিরোধী গীতিকারকে বন্দুক দেখিয়ে অপহরণ, বিজেপি শাসিত মণিপুরে ফের হামলা

এমন এক সময়ে যখন মণিপুর  রাজ্য ধীরে ধীরে রক্তাক্ত জাতি সংঘর্ষে (Manipur Violence) শতাধিত মৃত্যুর পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তখন ফের বিতর্কস ছড়াল গীতিকার…

Akhu Chingangbam

এমন এক সময়ে যখন মণিপুর  রাজ্য ধীরে ধীরে রক্তাক্ত জাতি সংঘর্ষে (Manipur Violence) শতাধিত মৃত্যুর পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তখন ফের বিতর্কস ছড়াল গীতিকার আখু চিংগাংবামকে অপহরণ করার ঘটনায়। বন্দুক দেখিয়ে তাকে অপহরণ করা হয়। 

ওই গীতিকারকে তার স্ত্রী এবং মাকে বন্দুকের মুখে ফেলে সশস্ত্র দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়।আখু চিংগাংবাম ইম্ফল পূর্বের অধীন খুরাইয়ের বাসিন্দা। চিংগাংবাম একজন গীতিকার, গায়ক এবং ইম্ফল টকিজ নামে একটি লোক রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি মানবাধিকার কর্মী বলে পরিচিত।

   

আখু হলেন ফোক-রক মিউজিক ব্যান্ড, ইম্ফল টকিজ অ্যান্ড দ্য হাউলারস-এর প্রতিষ্ঠাতা-গীতিকার। মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFPSA) এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান এবং গানের জন্য তিনি পরিচিত। এছাড়াও, আখুর গানে আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ থাকে। গীতিকার আখু বারবার নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সমালোচনায় মুখর।

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর থাই ভার্সিটিতে কসমোলজিতে পোস্ট-ডক্টরাল করেন আনু। তাঁর সঙ্গীত ভারতীয় গণতন্ত্র সম্পর্ক মতামত প্রতিফলিত করে। “দান্তেওয়াড়ায় কাশ্মীরি, মণিপুরি বা আদিবাসীদের প্রতি কীভাবে অবিচার করা হয়েছে তা নিয়ে,” তিনি বলেছেন।

মণিপুরে জনপ্রিয় আখুকে বন্দুক দেখিয়ে অপহরণের সংবাদে সে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে CAA বিরোধী শিল্পীরা প্রতিবাদে সামিল। অভিযোগ, এই অপহরণের পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে।