টাকার গন্ধে আসছে ‘খবর’, বাংলাদেশে লুট হওয়া বিপুল আগ্নেয়াস্ত্র ভারতে পাচার?

Kolkata24x7 Special: সঠিক খবর দিলেই মিলে পুরষ্কার। খোঁচড়দের কাছে এটাই ‘পাত্তি’ অর্থাৎ টাকা। এই টাকার গন্ধে ‘খবর’ পৌঁছে যাচ্ছে বাংলাদেশ পুলিশের কাছে। সূত্র মিলিয়ে শুরু…

UAE government has stopped issuing visas to Bangladeshis

Kolkata24x7 Special: সঠিক খবর দিলেই মিলে পুরষ্কার। খোঁচড়দের কাছে এটাই ‘পাত্তি’ অর্থাৎ টাকা। এই টাকার গন্ধে ‘খবর’ পৌঁছে যাচ্ছে বাংলাদেশ পুলিশের কাছে। সূত্র মিলিয়ে শুরু হয়েছে অভিযান। টার্গেট-গত এক সপ্তাহ ধরে নাশকতা ছড়ানো অপরাধী, উগ্র ইসলামি গোষ্ঠীর সদস্য ও পলাতক জঙ্গিরা। যারা রক্তাক্ত পরিস্থিতিতে জেল ভেঙে পালানোর সময় বিপুল আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত অস্ত্র, গুলি-কার্তুজের খোঁজ পেতে মরিয়া বাংলাদেশ (Bangladesh) সরকার।

সরকারি চাকরিতে সংরক্ষণ বা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলন থেকে গণবিক্ষোভ ছড়ায় বাংলাদেশে (Bangladesh)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, হামলায় জড়িত জামাত ইসলামি ও বিএনপির সমর্থকরা। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা হামলা করেছিল ঢাকা বিভাগের অন্তর্গত নরসিংদী জেলা সংশোধোনাগার। এই জেল থেকে আগ্নেয়াস্ত্র লুট করার ঘটনা ঘটেছিল গত শুক্রবার।

   

বিক্ষোভকারীদের কাছে জেল কর্তৃপক্ষ আত্মসমর্পণ করে। জেল ভেঙে ৮০০ আসামী পালায়। পনাতকদের তালিকায় আছে আনসার আল ইসলাম, জেএমবি জঙ্গিরা। জেল থেকে বিরাট সংখ্যায় বিএনপি সমর্থকরাও পালায়। তবে পলাতক জঙ্গিদের হাতে থাকা সব সরকারি আগ্নেয়াস্ত্রর হদিস মেলেনি। বাংলাদেশ পুলিশের কিছু কর্মকর্তার আশঙ্কা, জঙ্গিরা সীমান্তবর্তী অঞ্চলে তাদের ‘হ্যান্ডলার’দের সংগে যোগাযোগ করে বিপুল অস্ত্র গোপনে রেখেছে। কিছু আগ্নেয়াস্ত্র সীমান্তের ওপারে পাঠানো হবে বলেই তারা মনে করছেন। সীমান্তবর্তী ভারতের অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ে থাকা বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলোর নিবিড় সংযোগ।

Budget 2024: ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার, বাংলার জন্য কী ঘোষণা নির্মলার?

কী ঘটেছিল নরসিংদী জেলে?

বিবিসি জানাচ্ছে, গত শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ওই জেলের ভিতরে তাণ্ডব চলেছিল। নরসিংদী জেল সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, অবস্থা ভয়াবহ ছিল। তারা যা পাচ্ছিল তাই ভাঙচুর করছিল। আমরাই বন্দি হয়ে পড়েছিলাম। পরে কয়েদীরাই আমাদের সাহায্য করে পালাতে। আমরা কোনওভাবে পোশাক বদলে সিভিল ড্রেসে বের হয়ে আসি। পালাতে না পারলে আমাদের মেরেই ফেলত। হামলাকারীদের হাতে লাঠিসোটা, হকিস্টিক, রাম দা, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। তারা হাতুড়ি দিয়ে মূল ফটকের লক ভেঙে ফেলে। জেল রক্ষীদের অস্ত্র ছিনিয়ে নেয়। একে একে লক-আপ ভাঙে। সেই সুযোগে অন্যান্য বন্দিদের সঙ্গে পালায় জঙ্গিরা।

জেল সুপারসহ ১৬০ জন কারারক্ষী ও কর্মকর্তাকে বন্দি করে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নগদ টাকা লুট করে হামলাকারীরা। নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। বাকি অস্ত্র উদ্ধার এবং জড়িতদের ধরতে চিরুনি অভিযান চলছে। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্য ও জেএমবির দুই মহিলা জঙ্গি।

বাজেট পেশ করে বিরাট রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

নরংসিংদী জেল থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। আইজিপি আব্দুল্লাহ আল মামুন নরসিংদী জেল পরিদর্শন করে বলেন, প্রতিটি অস্ত্র উদ্ধারের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হল। তিনি জানান, জঙ্গি ও অপরাধীরা যাতে ছাড়া পায়, সেজন্য একটি মহল পরিকল্পিত নৃশংসতা চালিয়েছে।তারা কেউ রেহাই পাবে না।