ইতিহাসের পুনরাবৃত্তি, আরও একবার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ!

বাংলাদেশ, ভারতের পূর্বপ্রান্তের পড়শি। দিল্লির প্রত্যক্ষ সহায়তাতেই ১৯৭৫ সালে রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে পৃথক হয় পশ্চিম ও পূর্ব পাকিস্তান। আত্মপ্রকাশ করে নয়া দেশ- বাংলাদেশ। মুজিবর…

History repeats once again the political power of Bangladesh is under the control of the military, ইতিহাসের পুনরাবৃত্তি, আরও একবার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ!

বাংলাদেশ, ভারতের পূর্বপ্রান্তের পড়শি। দিল্লির প্রত্যক্ষ সহায়তাতেই ১৯৭৫ সালে রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে পৃথক হয় পশ্চিম ও পূর্ব পাকিস্তান। আত্মপ্রকাশ করে নয়া দেশ- বাংলাদেশ। মুজিবর রহমান যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন তা অবশ্য স্বাধীনতার পর বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে। ৫০ বছরের পথ চলায় একাধিক ছোট-বড় ব্যর্থ অভ্যুত্থানও ঘটেছে সেদেশে। এমনকী রাষ্ট্রের দুই প্রধান শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে হত্যা হতেও দেখেছে ওপার বাংলার মানুষ।

বাংলাদেশে এ পর্যন্ত বড় মাপের অভ্যুত্থান ঘটেছে মোট ৬ বার। সেনা বারে বারেই সেদেশের রাজনৈতিক ক্ষমতার অলিন্দে হানা দিয়েছে। ফলে উর্দিধারীদের দখলে গিয়েছে ঢাকা সহ গোটা বাংলাদেশ

   

অন্তর্বর্তীকালীন সরকার, ঘোষণা সেনাপ্রধানের, প্রতিটা অন্যায়ের বিচারের আশ্বাস

ওপার বাংলায় ওলটপালট! এ বাংলায় ফের বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মমতা

সরকারি চাকরিতে কোটা বিরোদী বিক্ষোভকে কেন্দ্র করে এবার উত্তাল হয় বাংলাদেশ। হাসিনার ইস্তফার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এবং হিংসা চলতে থাকে। প্রাণ যায় প্রায় ৩০০ জনের। এসবের মধ্যেই সোমবার সেদেশের সেনাপ্রধান জানান, হাসিনা দেশ ছেড়েছেন। সেনাবাহিনী প্রতি যেন মানুষের ভরসা থাকে। আওয়ামী লীগ ছাড়া দেশের বাকি তিন রাজনৈতিক দল, বিএনপি, জামাত ও জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় সেনাপ্রধানের। ছিলেন নাগরিক সমাজের বহু বিশিষ্টজন। সিদ্ধান্ত হয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে। সোমবারই এই বিষয়ে সেনাপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন।

একনজরে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ইতিহাস-

  • ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনের পর সেনাবাহিনীর রক্তাক্ত পাল্টাপাল্টি বিদ্রোহ। বাংলাদেশে জিয়াউর রহমানের সামরিক সরকার শুরু।
  • -১৯৮০ সালে জিয়াউর রহমানকে সেনাবিদ্রোহে খুনের পর জেনারেল এরশাদের ক্ষমতা দখল। ফের সামরিক শাসন।
  • ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া ও জামাত ইসলামির একযোগে আন্দোলন ও গণঅভ্যুত্থান। এরশাদের পতন। প্রধানমন্ত্রী খালেদার ক্ষমতা দখল।
  • ২০০৯ সালে ঢাকা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (BDR) বিদ্রোহ। ৫০ অধিক রক্ষী অফিসার নিহত। বিদ্রোহের পর নাম পাল্টে হয় ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (BGB)।
  • ২০১৩ ঢাকায় হেফাজতে ইসলামের অভ্যুত্থান চেষ্টা। প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্র্যাকডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
  • ২০২৪ সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলন ঘিরে গণবিক্ষোভ। রক্তাক্ত পরিস্থিতি। সরকারি বাসভবনে কড়া সেনা পাহারায় শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বাংলাদেশ অশান্ত।বাংলাদেশ চালাবে