Bangladesh: পদ্মাপারে ইলিশ আকাল, টান পড়ছে রসনায়

বাংলাদেশ (Bangladesh) জুড়ে ভরা মরশুমে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশ যেন এখন ডুমুরের ফুল। পর্যাপ্ত মাছ না পেয়ে হতাশ জেলেরা। এর প্রভাব পড়েছে…

বাংলাদেশ (Bangladesh) জুড়ে ভরা মরশুমে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশ যেন এখন ডুমুরের ফুল। পর্যাপ্ত মাছ না পেয়ে হতাশ জেলেরা। এর প্রভাব পড়েছে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুরের পাইকারি মাছের বাজারে। নেই ইলিশের পর্যাপ্ত সরবরাহ। যে কারণে আকার ভেদে দামও বেশ চড়া।

চাঁদপুর থেকে এক জেলে ফারুক আহম্মদ জানিয়েছেন, “বর্তমানে মাছ নেই। শুধুমাত্র ৪০০ গ্রাম ৫০০ গ্রামের মাছ একটু দেখা যায়। মিলছে মাত্র ৫০ মন তাতে কি হাজার হাজার মণের চাহিদা পূরণ করতে পারব”।

চাঁদপুরের পাইকারি মাছ বাজারে শুরু হয়েছে শনিবারের কেনাবেচা। ক্রেতার সংখ্যা বহু থাকলেও বাজারে নেই রুপোলি ইলিশের পর্যাপ্ত সরবরাহ। অন্যান্য বছর থাকে ইলিশের ছড়াছড়ি। তবে এবছর বাজারের নানা আকারের ইলিশ মিললেও দাম নাগালের বাইরে।

দক্ষিণের সাগর থেকে ইলিশ নিয়ে ফেরা জেলেরা জানিয়েছেন, জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ তাই হিসেব মিলছে না আয়ের খাতায়। পর্যাপ্ত ইলিশের যোগান না থাকায় ব্যবসায় শুরু হয়েছে মন্দা। আকাশ ছোঁয়া দাম ফলে ক্রেতাদের পক্ষেও চড়া দামে কেনা সম্ভব হচ্ছে না ইলিশ।

একজন ক্রেতা জানিয়েছেন, “গত বছর দেখেছি এই বাজারে মাছের ছড়াছড়ি ছিল। কিন্তু এ বছর মাছ পাওয়া যাচ্ছে না। বছরে একবার এই সুস্বাদু ইলিশ মাছ খাওয়ার সুযোগ আসে তবে এই চড়া দামের কারণে এ বছর হয়তো আর খাওয়া হবে না”।