Bangladesh:‘আমি দেশে ফিরব, সব হত্যার বিচারও করব’! ইউনূসকে চাপে রেখে বার্তা শেখ হাসিনার

নয়াদিল্লি: গত অগাস্ট মাসে ছাত্র আন্দোলনের জোয়ারে গদিচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গণঅভ্যুত্থানের নামে চলে নারকীয় ঘটনা৷ খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফিরবেন…

Sheikh Hasina

নয়াদিল্লি: গত অগাস্ট মাসে ছাত্র আন্দোলনের জোয়ারে গদিচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গণঅভ্যুত্থানের নামে চলে নারকীয় ঘটনা৷ খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফিরবেন তিনি৷ ওপাড় বাংলার মানুষদের উদ্দেশে সেই বার্তাই দিয়ে রাখলেন দেশত্যাগী শেখ হাসিনা। আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলেই বাংলাদেশে ফিরতে চান তিনি!

সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেন মুজিব-কন্যা। আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সরাসরি হাসিনার বক্তৃতা সম্প্রচার করা হয়৷ বক্তব্য শেষে কয়েক জন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা আর কেউ নন, তাঁরা জুলাই আন্দোলনে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্য। আলাপচারিতার সময় এক পুলিশকর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে বলেন, ‘‘আমার স্বামী কিছুই রেখে যাননি। ঘরে সন্তান রয়েছে। আপনি আমাদের সাহায্য করুন।’’ তাঁকে সাহায্য করার আশ্বাস দেন হাসিনা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ আমি ফিরব, এবং সব হত্যার বিচারও আমি একদিন করব।’

   

মহম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশজুড়ে সন্ত্রাসের আগুন জ্বলছে। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। অতীত ইতিহাস মুছতে বেপরোয়া উদ্যোগ ও সেই সঙ্গে পাকিস্তান প্রেম বাংলাদেশিদের মনে উপদেষ্টা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সংকটজনক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় হাসিনার বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। 

এদিকে, গত বছরের জুলাই-অগস্ট মাসের আন্দোলনে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্যেরা বিচার পাচ্ছেন না বলে বারবার অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ৷ এদিন দেশবাসীর উদ্দেশে হাসিনার আশ্বাস,  “আমি আছি। আমি কোনও না কোনও দিন এর বিচার নিশ্চই করব। ওরা যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমার বাবা-মা, তিন ভাইকে যখন হত্যা করেছিল, তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশহত্যার বিচারও আমি করব একদিন।”