Bangladesh: আগুনে পুড়ছে ঢাকার বহুতল, উদ্ধারে বিমান বাহিনী

ভয়াবহ অগ্নিকাণ্ড। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) বহুতলেহু হু হু করে ছড়াচ্ছে আগুন। আর আগুন থেকে প্রাণ বাঁচাতে ১২ তলা ভবনটির সাত তলা থেকে কয়েকজন আবাসিক ঝাঁপ দিলেন।

Bangladesh Fire Dhaka

short-samachar

ভয়াবহ অগ্নিকাণ্ড। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) বহুতলেহু হু হু করে ছড়াচ্ছে আগুন। আর আগুন থেকে প্রাণ বাঁচাতে ১২ তলা ভবনটির সাত তলা থেকে কয়েকজন আবাসিক ঝাঁপ দিলেন। তাঁরা গুরুতর জখম। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার গুলশান এলাকার ওই বহুতলের অগ্নিকাণ্ডে প্রবল আতঙ্ক। বহুতলে আটকে পড়া আবাসিকদের বাঁচাতে বাংলাদেশ বিমান বাহিনীকে তলব করা হল।

   

রবিবার সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকার ওই বহুতলে আগুন ধরে। দমকলের এক ডজনের বেশি ইঞ্জিন আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে। দমকল বাহিনী বারবার নিচ থেকে বার্তা পাঠাচ্ছে, যাতে কেউ আতঙ্কে ঝাঁপিয়ে না পড়েন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, ওই ভবনে অনেকে আটকে পড়েছেন। ধোঁয়া ও আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।