Dog Meat: বিক্রি হচ্ছে কুকুরের মাংসের চপ-বিরিয়ানি, ধরা পড়তেই ক্রেতাদের পেটে হাত!

একেবারে টাটকা মাংস। বাজারে আসার পর ক্রেতাদের আর তর সইছে না। হুড়হুড়িয়ে বিক্রি। তবে মুরগি, খাসি বা গরুর মাংস বলে এতদিন সবাই যা খেয়েছেন তাদের…

Dogs caged for their meat

একেবারে টাটকা মাংস। বাজারে আসার পর ক্রেতাদের আর তর সইছে না। হুড়হুড়িয়ে বিক্রি। তবে মুরগি, খাসি বা গরুর মাংস বলে এতদিন সবাই যা খেয়েছেন তাদের মাথায় হাত, এ যে কুকুরের মাংস পেটে চলে গেছে। এমনই পরিস্থিতি বাংলাদেশের খুলনার খালিশপুরে।

খাসির মাংসের নামে দেদার বিক্রি হচ্ছে কুকুরের মাংস। খুলনার খালিশপুরে খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে কয়েকজন কিশোর ও যুবক এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

এলাকাবাসী তাজ (১৪), প্রেম সরদার (১৭), সিয়াম (১৭) ও মো. আবু সাঈদ (২২) নামের চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে। ঘটনাস্থলে গিয়ে পা বেঁধে মেরে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া পরিত্যক্ত ভবনটিতে আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তাজ, প্রেম ও সিয়াম কুকুর জবাই করে বিক্রি করতো। আবু সাঈদ তাদের কাছ থেকে কুকুরের মাংস কিনে তা দিয়ে বিরিয়ানি তৈরি করে কম দামে ভ্রাম্যমানভাবে বিক্রি করত। এছাড়া সাঈদ এই মাংস দিয়ে চপ তৈরি করে তার ঝুপড়ি দোকানেও বিক্রি করত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।