Cyclone Midhili: তেড়ে আসছে মিধিলি ঘূর্ণি, দুই বাংলার উপকূল উত্তাল

শীতের হাওয়া থমকে দিয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগর থেকে ফের একটি ঘূর্ণিঝড় উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) দিয়েছে ঘূর্ণি সতর্কতা। ঝড়টি পূর্ণাঙ্গ রূপ…

Cyclone Alfred Targets Australia with Destructive 100mph Winds and Life-Threatening Floods

short-samachar

শীতের হাওয়া থমকে দিয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগর থেকে ফের একটি ঘূর্ণিঝড় উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) দিয়েছে ঘূর্ণি সতর্কতা। ঝড়টি পূর্ণাঙ্গ রূপ নিলে এর নাম হবে মিধিলি। মালদ্বীপ এই নামকরণ করেছে। ঝড়টি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকাগুলিতে।

   

নিম্নচাপের ফলে সকাল থেকেই আকাশের মুখভার সঙ্গে হালকা বৃষ্টি দেখা দিয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টি দিঘা, কাঁথি সহ পূর্ব মেদিনীপুরের বড় অঞ্চলে। বুধবার রাতেও হালকা বৃষ্টি হয়েছে উপকূলবর্তী এলাকায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই আরও গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর ফলেই বেড়েছে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ো হাওয়া।

নিম্নচাপের কারণে শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া বৃষ্টি হতে পারে। দুর্যোগের আভাস পেতেই বিগত কয়েকদিন ধরেই দিঘা ও মন্দারমণিতে সতর্ক প্রশাসন। মন্দারমণি থানার পক্ষ থেকে উপকূল এলাকায় চলছে মাইকিং। আগামি কয়েকদিন বঙ্গোপসাগরের অধিকাংশ অঞ্চলের সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ওপার বাংলায় জারি হয়েছে ঘূর্ণি সতর্কতা। ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত করবে এই বিশ্লেষণ করে বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মহম্মদ আজিজুর রহমান জানান, শুক্রবার সকালের দিকে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিক ধরে বাংলাদেশের দিকেই এগোচ্ছে। শনিবার (১৮ নভেম্বর) শেষ রাত থেকে সকাল নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঝড়।

বাংলাদেশ আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

গত মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর সৃষ্টি হয়েছিল। এই ঝড় গত ২৪ অক্টোবর বাংলাদেশের কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করেছিল। হামুনের পর এবার মিধিলা হামলার মুখে বাংলাদেশ উপকূল। পরিস্থিতি দেখে উপকূলের খুলনা, বরিশাল ও চট্টোগ্রাম এই বিভাগের প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তবে সাগর থেকে এইবারের ঝড় ভারতের উপকূলের দিকে যাবে না বলেই মনে করছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ। তবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থাকবে উত্থান। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা আছে।