Cyclone Sitrang: সিত্রাং ঢুকবে বাংলাদেশের তিনকোনা দ্বীপে, ইতি উতি ভয় কী জানি কী হয়

প্রসেনজিৎ চৌধুরী: বঙ্গোপসাগরের জল গোলকধাঁধা পথ তৈরি করেছে সুন্দরবনের (Sundarban) ভিতর। এর মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ, বদ্বীপ তার কোনটা বাংলাদেশের (Bangladesh) আর কোনটা ভারতের…

প্রসেনজিৎ চৌধুরী:
বঙ্গোপসাগরের জল গোলকধাঁধা পথ তৈরি করেছে সুন্দরবনের (Sundarban) ভিতর। এর মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ, বদ্বীপ তার কোনটা বাংলাদেশের (Bangladesh) আর কোনটা ভারতের তা ঠাওর করা কঠিন। এমনই এক জটিল জল-ধা়ঁধা ঘেরা তিনকোনা দ্বীপ (Tinkona Island)। সেখানেই সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং হামলা করবে। ঝড় (Cyclone Sitrang) আসার আগে প্রকৃতি যেমন অদ্ভুত শান্ত হয়ে যায় তেমনই পরিস্থিতি। ইতি উতি ভয় কী জানি কখন কী হয়।

নিস্তব্ধ খাঁড়ির উপর দিয়ে দু একটা বোট মাঝে মধ্যে ভুটভুট শব্দ তুলে টহল দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী ও বনবিভাগের টহল চলছে। আসছে ঘূর্ণি সিত্রাং।

সুন্দরবন হাতের তালুর মত চেনে দুই দেশের মাঝি, মৌলি (মধু সংগ্রাহক) আর জলদস্যু-বনদস্যুরা। আর চেনে টহলদার বাহিনী। তিনকোনা দ্বীপ এমনই এক এলাকায়।

Tinkona-island1

বাংলাদেশ পর্যটন মন্ত্রক, খুলনা প্রশাসন ও বনবিভাগ থেকে জানা যাচ্ছে, ঘূর্ণি সতর্কতার জন্য তিনকোনা দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় আপাতত কোনও পর্যটকদের যেতে দেওয়া হবে না।

তিনকোনা দ্বীপ মূলত কুমিরের জন্য আকর্ষণের কেন্দ্র। এখানে ও আশেপাশের কয়েকটি দ্বীপে কুমির সংরক্ষণ, সামুদ্রিক ঘড়িয়াল, কামট দেখা যায়। বিপন্ন বন্য প্রাণীদের এই এলাকায় অবাধ বিচরণ। বহু অপরিচিত পাখি, বিলুপ্ত গাছ, বাঘ, জলজ প্রাণী ও অরণ্য সম্পদের কেন্দ্র তিনকোনা দ্বীপ ও করমজল দ্বীপ। গবেষকরা আসেন। পর্যটকরা আসেন।

Tinkona-island1

ভারতের মৌসম ভবন ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, সামুদ্রিক ঘূর্ণি পশ্চিমবঙ্গ উপকূলের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকবে। সেই ঝড় জমির উপর আছড়ে পড়বে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মাঝ বরাবর। উত্তাল সাগরের জলোচ্ছ্বাস দেখা দেবে খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকায়। ফলে তিনকোনা দ্বীপ হতে চলেছে ধ্বংসের অন্যতম কেন্দ্র।

Tinkona-island1

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির সন্তানরা বহু আগে থেকে দুর্যোগ টের পায়-এটাই তাদের স্বাভাবিকতা। ঘূর্ণির লক্ষণ দেখতে পেয়ে তারা নিরাপদ স্থান বেছে নেবে। তবে ঘূর্ণি যেহেতু ভূমিস্পর্শ (Land fall) করবে তিনকোনা ও সন্দ্বীপের মাঝে। তাই এখানেই ধ্বংসের সবথেকে বড় সম্ভাবনা। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণি ঝড়গুলির গতিবেগ বারবার সুন্দরবন তার বিপুল অরণ্যশক্তি দিয়ে কমিয়ে দেয়। এবারও তাই হবে।

  • দক্ষিণ এশিয়ার বুকে প্রাকৃতিক অক্সিজেনের ভান্ডার সুন্দরবন।
  • এই বনভূমি ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বিস্তির্ণ অঞ্চল, কিয়দংশ উত্তর ২৪ পরগনায়।
  • বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে পড়ে সুন্দরবনের  সর্বাধিক এলাকা।
  • সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।
  • সুন্দরবনের ১০,০০০ বর্গ কিলোমিটারের ৬২% রয়েছে বাংলাদেশে। বাকি ৩৮% রয়েছে ভারতে।

মৌসম ভবন জানাচ্ছে, দীপাবলির উৎসবের মরশুমে বিরাট দুর্যোগের আশঙ্কা ছিল পশ্চিমবঙ্গে। সামুদ্রিক ঘূর্ণির অভিমুখ সরেছে বাংলাদেশের দিকে৷ বাংলাদেশের উপকূলেই জমি স্পর্শ করবে সিত্রাং। এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।