সন্ধ্যায় জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ‘Mocha’, এই ঝড়ের মুখ বাংলাদেশের দিকেই। ফলে পশ্চিমবঙ্গের উপকূল বিপর্যয়ের হাত থেকে বাঁচল। আর বাংলাদেশের উপকূল এলাকায় শুরু হয়েছে সতর্কতা চিহ্ন দেখানো। বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার উপকূল দিয়ে সামুদ্রিক ঘূর্ণি (Mocha Cyclone) ঢুকবে। এর গতিপথে পড়ছে মায়ানমার।
বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মহম্মদ আজিজুর রহমান জানান, নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগামী ১৪ মে কক্সবাজার ও মায়ানমার উপকূলের মাঝামাঝি দিয়ে অতিক্রমের সম্ভাবনা আছে।
সাগর ছেড়ে জমিতে প্রবেশের আগে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিবেগ নিতে পারে মোচা ঘূর্ণিঝড়। এই ঘূর্ণির প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশ আঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে। কক্সবাজার ও মায়ানমারের রাখাইন প্রদেশে দিয়ে এই ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি।