HomeWorldBangladeshMocha Cyclone: মুখ ঘুরিয়ে মোকার সরাসরি আঘাত মায়ানমারে, বাঁচল বাংলাদেশ

Mocha Cyclone: মুখ ঘুরিয়ে মোকার সরাসরি আঘাত মায়ানমারে, বাঁচল বাংলাদেশ

অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোকা' মায়ানমারের দিকে যাওয়ায় বাংলাদেশের বিপদ কমেছে।

- Advertisement -

বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় মোকা (Mocha Cyclone) বাংলাদেশ হয়ে মায়ানমারে ঢুকে বিধ্বংসী আকার নিয়েছে। মায়ানমারের (Myanmar)  রাখাইন প্রদেশের উপর আছড়ে পড়েছে এই ঘূর্ণি। স্থানীয় গণমাধ্যমের দেওয়া সর্বশেষ তথ্য বলছে মোকার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মোকা হামলাশ্র রাখাইন জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় মোকা রবিবার সকালে মায়ানমারের পশ্চিম উপকূলে ঝড়ের আঘাতের পরে গওয়া এবং কিয়াউকফিউ শহরের কিছু অঞ্চলকে ধ্বংস করে দেয়।  ঘণ্টায় ২১৭ কিলোমিটার বেগে ঢুকেছে মোকা।

   

ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে মায়ানমারের রাখাইন রাজ্য ছাড়াও চিন, শান এবং সাগাইং, ম্যাগওয়ে, বাগো ও মান্দালয়ের ১ কোটি ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বার্তায় বলা হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ মায়ানমারের দিকে যাওয়ায় বাংলাদেশের বিপদ কমেছে। ঢাকায় সাংবাদিক সম্মেলনে জানান  আবহাওয়া অধিদফরের পরিচালক আজিজুর রহমান। তিনি বলেন, সাইক্লোনের আই যাচ্ছে টেকনাফ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। অর্থাৎ মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের ভেতর দিয়ে। আমাদের উপকূলে সেন্টার পড়েনি। বাম পাশের অংশ আমাদের ওপর পড়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ কমেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular