Hamoon Cyclone: ঘণ্টায় ১২০ কিমি গতি নিতে পারে হামুন, বাংলাদেশ উপকূলেই হামলা

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি আগামী ১৯ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মায়ানমারের জলবায়ু ও…

Hamoon Cyclone: ঘণ্টায় ১২০ কিমি গতি নিতে পারে হামুন, বাংলাদেশ উপকূলেই হামলা

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি আগামী ১৯ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মায়ানমারের জলবায়ু ও আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার মায়ানমার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মামুন বুধবার ভোরের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি মায়ানমার উপকূলে আঘাত হানবে না। তবে এটির প্রভাবে চিন ও রাখাইন রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া ববইবে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে রাখাইন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

অতি প্রবল হামুনের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ ঘণ্টায় ৪৪ থেকে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে।

এটি বাংলাদেশে আঘাত করলে সেটি হবে চলতি বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে প্রভাব ফেলেছিল।