Hamoon Cyclone: সৈকত শহর কক্সবাজার তছনছ করে হামুন ঘূর্ণি ঢুকছে মায়ানমারে

তছনছ বিশ্বের অন্যতম সৈকত পর্যটন শহর কক্সবাজার। হামুন ঘূর্ণি (Hamoon Cyclone) পার হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার উপকূল।এটি মধ্যরাতে উপকূল অতিক্রম সম্পন্ন করে দুর্বল…

তছনছ বিশ্বের অন্যতম সৈকত পর্যটন শহর কক্সবাজার। হামুন ঘূর্ণি (Hamoon Cyclone) পার হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার উপকূল।এটি মধ্যরাতে উপকূল অতিক্রম সম্পন্ন করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড় হামুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করায় চট্টগ্রাম ও  কক্সবাজার সমুদ্রবন্দরের বিপদসংকেত কমানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টার পর ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করেছিন। এটি রাত ৩টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করে। স্থলভাগে আঘাত হানার পর বেশ দুর্বল হয়ে মঙ্গলবার রাত ১টায় বাংলাদেশ উপকূল পার করেছে হামুন। মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়।

   

ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস বলেন, শহরের সমিতি পাড়ায় অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। কক্সবাজার শহর ও আশেপাশের এলাকা বিদ্যুৎহীন।