Cyclone Alert: ডিসেম্বরে ফের আসছে ঘূর্ণিঝড় আগাম সতর্কতা দিল বাংলাদেশ

সদ্য সিত্রাং মরেছে। আর সমুদ্র দানব ঘূর্ণি তার নতুন নাম নিয়ে হামলার জন্য তৈরি হচ্ছে। ডিসেম্বর মাসে সে করবে হামলা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD)  দিচ্ছে…

সদ্য সিত্রাং মরেছে। আর সমুদ্র দানব ঘূর্ণি তার নতুন নাম নিয়ে হামলার জন্য তৈরি হচ্ছে। ডিসেম্বর মাসে সে করবে হামলা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD)  দিচ্ছে এমন (Cyclone Alert) ঘূর্ণি সতর্কতা।

   

সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মহম্মদ এনামুর রহমান জানান, ডিসেম্বরে  আর একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD) আবহাওয়াবিদ আবদুল মান্নান সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে জানান, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

  • বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে আরও একটি ঘূর্ণি
  • বাংলাদেশের দাবি ঘিরে চাঞ্চল্য
  • সিত্রাংয়ের আগাম সতর্কতা দিয়েছিল BMD
  • সিত্রাং হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

বিস্তারিত পড়ুন

আবার ঘূর্ণি আসছে। এমনই সতর্কতা দিয়ে শোরগোল ফেলে দিল (Bangladesh) বাংলাদেশ। তাৎপর্যপূর্ণ সিত্রাং (Sitrang Cyclone) হামলার আগাম সতর্কতা দিয়েছিল (BMD) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তারপর থেকে বারবার এই ঝড় আসবে নাকি আসবে না এমন প্রশ্ন উঠেছিল আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে। প্রাথমিকভাবে ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছিল সাইক্লোন হামলার এত আগাম সতর্কতা দেওয়া যায়না। পরে বাংলাদেশের তরফে আগাম সিত্রাং হামলার দাবি প্রমানিত হয়েছে।

অতি শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে বাংলাদেশে ঢুকেছিল। সিত্রাং তাণ্ডবে বাংলাদেশের উপকূলীয় এলাকার তিনটি বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় জনজীবন তছনছ হয়ে গেছে। মঙ্গলবার সন্ধে পর্যন্ত নিহতের সংখ্যা ৩৩ জন। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সিত্রাংয়ের আঘাতে বাংলাদেশে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বেলা গড়াতেই ধ্বংসের ছবি স্পষ্ট। বঙ্গোপসাগর সাগর লাগোয়া চট্টগ্রাম, খুলনা ও বরিশালের জনজীবন বিপর্যস্ত। লক্ষাধিক ঘরছাড়া। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্ততি নিয়েছিলাম। প্রায় দশ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিলাম। তারা ধীরে ধীরে ঘরে ফিরছেন।