ইউরোপ থেকেই এবার ইউনূসের সরকারকে উল্টে দেওয়ার চক্রান্ত

বিদেশে থেকেই এবার ডা. ইউনূসের (Muhammad Yunus) সরকারকে ফেলার চক্রান্ত চলছে। মূলত ইউরোপের মাটি থেকেই অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিশীল করে তুলতে লাগাতার চেষ্টা চালাচ্ছে বিএনপি (BNP)…

Conspiracy to fail Muhammad Yunus government of Bangladesh from Foreign soil by BNP

বিদেশে থেকেই এবার ডা. ইউনূসের (Muhammad Yunus) সরকারকে ফেলার চক্রান্ত চলছে। মূলত ইউরোপের মাটি থেকেই অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিশীল করে তুলতে লাগাতার চেষ্টা চালাচ্ছে বিএনপি (BNP) ও জামাত গোষ্ঠী। সম্প্রতি জামাতের মতো মৌলবাদী সংগঠনগুলির মুখপত্র ‘ইনকিলাব’-এ প্রবলভাবে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে। যারফলে পুনরায় ভারতীয় পণ্য বয়কটের মতো আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত, লালকেল্লায় দাবি মোদীর

   

আর বর্তমান অস্থিতিশীল আর্থ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় পণ্য আমদানি কমে গেলে বাংলাদেশে (Bangladesh)স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্যে বৃদ্ধি পাবে। মানুষের আর্থিক অবস্থা সেদেশে এমনিতেই ভালো নেই।

পুরনো সরকারের ঋণের জালে জর্জরিত বাংলাদেশ। ইতিমধ্যে আইএমএফের থেকে কম সুদে সফট লোন প্রয়োজন ঢাকার। আর তা যদি না হয়ে খুব শীঘ্রই বিপাকে পড়তে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে। আর তারমধ্যে ভারতীয় পণ্য আমদানি বন্ধ হলে চাহিদা-যোগানের স্বাভাবিক ছন্দপতন হলে আর্থিক সংকটে পড়তে পারে বাংলাদেশ (Bangladesh)। আর তা হলে অন্তর্বর্তী নির্বাচনের আগেই উল্টে যেতে পারে ইউনূস সরকারের। যারফলে ঘুরিয়ে ক্ষমতা দখল করবে জামাত-বিএনপি জোট। আর এটাই মূল উদ্দেশ্য বলে মনে করছে কূটনৈতিক মহল।

‘নিদোর্ষের যেন শাস্তি না হয়’, ধনঞ্জয়ের ফাঁসির কথা তুলে বড় কথা মমতার

নতুন সরকার আসতেই বাংলাদেশে হিন্দুদের পরিবার ও সম্পত্তির ওপর লাগাতার হামলা বেড়েছে। আর যা নিয়ে উদ্বিগ্ন ভারতসহ বিশ্বের অন্যান্য দেশগুলি। তাই ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে সম্প্রতি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সঙ্গে বৈঠকও করেন ইউনূস। যদিও তাতে আখেড়ে চিড়ে ভেজেনি তবে জামাতের মতো কট্টরপন্থীদের একাংশের মধ্যেও এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। অসন্তোষ বেড়েছে বিএনপির মধ্যেও। বর্তমানে ফ্রান্স-জার্মানির মতো দেশগুলিতে বিএনপির বহু নেতা নির্বাসিত রয়েছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ইউনূসের ‘হিন্দু-প্রেমের’ সঙ্গে ভারত বিরোধিতার জিগির উঠছে ক্রমাগত। ঘুরিয়ে ইউনূসকে অস্থির করতেই চক্রান্ত চলছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

আর জি করে রাতের ‘রণক্ষেত্রে’ দাঁড়িয়ে মিডিয়াকেই তুলোধোনা কমিশনারের!

মূলত আওয়ামী লীগের ভোটব্যাঙ্কের একটা বড় অংশ হিন্দু সংখ্যালঘু ভোটার। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে একাধিক গুরুত্বপূর্ণ উচ্চপদে আসীন ছিলেন হিন্দুরা। তাতে মুসলিমদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। আর হাসিনার পতনের পর তার বহিঃপ্রকাশ ভয়ঙ্কর ভাবে ঘটে। যার ফলে আক্রান্ত হতে হয় সেদেশের সংখ্যালঘু হিন্দুদের।