ঢাকা: পাঁচ পর গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল সে দেশের হাই কোর্ট। জেলমুক্তি ঘটায় আগেই ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ৷ অন্য় একটি মামলায় গ্রেফতার করা হচ্ছে তাঁকে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় তদন্তকারীদের আবেদনে চট্টগ্রাম আদালত তাঁকে ‘শোন অ্যারেস্টের’ (গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার)-করার নির্দেশ দিয়েছে।
দীর্ঘ পাঁচ মাস কারাবাসের পর মিলেছিল জামিন
গত ৩০ এপ্রিল, দীর্ঘ পাঁচ মাস কারাবাসের পর চিন্ময়কৃষ্ণকে জামিন দেয় হাইকোর্ট। কিন্তু মুক্তি কার্যকর হওয়ার আগেই নতুন মামলায় বিপাকে পড়লেন তিনি। সোমবার, ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রামের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ ‘শোন অ্যারেস্ট’ বা জেল হেফাজতেই ফের গ্রেফতারের নির্দেশ দেন। শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
নতুন মামলাটি গত বছরের নভেম্বর মাসে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনার সঙ্গে জড়িত। চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে ঘটে হিংসাত্মক অশান্তি, যেখানে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। সেই ঘটনার জেরে পুলিশের দায়ের করা ছ’টি মামলায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এখনও ২১ জন জেল হেফাজতে রয়েছেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য প্রমুখ। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে চিন্ময়কৃষ্ণের সরাসরি যোগ রয়েছে, তাই তাঁকে জেল হেফাজত থেকেই আবার গ্রেফতার করা প্রয়োজন।
প্রসঙ্গত, বাংলাদেশের পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের শেষদিকে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারি ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। চট্টগ্রামসহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও, সরকারের পক্ষ থেকে সেই আদেশ স্থগিতের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে।
ফলে এখন একাধিক মামলায় জড়িয়ে ফের আইনি জটিলতায় পড়েছেন চিন্ময়কৃষ্ণ। মুক্তি মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
Bangladesh: Bangladeshi Hindu monk Chinmoy Krishna Das, recently granted bail in a sedition case after five years, has been re-arrested. Chittagong court ordered his “show arrest” in another case.