মুখোমুখি দুই দেশের সীমান্তরক্ষীরা, বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে তীব্র উত্তেজনা

সীমান্তে উত্তেজনা। এক বাংলাদেশি কিশোরকে গুলি করে মারা হয়েছে অভিযোগ। এর জেরে বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) মুখোমুখি অবস্থান নিয়েছে। বাংলাদেশের…

সীমান্তে উত্তেজনা। এক বাংলাদেশি কিশোরকে গুলি করে মারা হয়েছে অভিযোগ। এর জেরে বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) মুখোমুখি অবস্থান নিয়েছে। বাংলাদেশের (Bangladesh) সীমান্ত এলাকার কাছাকাছি থাকা জনবসতিগুলিতে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ। ঠাকুরগাঁওয়ের অপরদিকে ভারতীয় এলাকার উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামে আতঙ্ক আছে।

বিজিবি ও বিএসএফ বাহিনীর তরফে নিজ নিজ এলাকায় থাকা বাসিন্দাদের পিছনের দিকে সরানো হয়েছে। বাংলাদেশের দিকে সীমান্তরক্ষীদের বাঙ্কারগুলিতে বিশেষ সতর্কতা।

   

জানা গেছে,ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে জয়ন্ত নামে ১৫ বছরের কিশোর গুলিবিদ্ধ। তার পরিবারের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে জয়ন্তকে খুন করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সীমান্তের ৩৯৩ নং পিলার-সংলগ্ন এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। নিহত কিশোরের মরদেহ বিএসএফ ভারতের দিকে নিয়ে গেছে বলে জানান তার স্বজনরা। নিহত জয়ন্ত ধানতলা ইউনিয়নের বটতলি গ্রামের মহাদেবের সিংহর পুত্র। তার সাথে থাকা আরও দুইজন বাংলাদেশি আহত হয়। তারা রংপুরেএকটি ক্লিনিকে চিকিৎসাধীন।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির লেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতর দেহ বিএসএফ নিয়ে যায় ঠাকুরগাঁও (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মহম্মদ. তানজির আহমদ বলেন, আমরা অনুসন্ধান চালাচ্ছি।

বাংলাদেশে গত ৫ আগষ্ট গণবিক্ষোভে সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা সীমান্ত টপকে ভারতে চলে যান। আবার অনেকে যেতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন।

বিবিসির খবর, সীমান্ত এলাকায় গত কয়েকদিনে বারবার গুলি চলে। কয়েকজন বাংলাদেশি নিহত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-কে কঠোর নির্দেশনা দিয়েছেন  সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পড়শি দেশের দিকে সেনাবাহিনীকে বিশেষ নজর রাখতে বলেছেন।