বাংলার মুখ্যমন্ত্রীর অপমানে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে বিয়ে করতে (BJP MLA reacts)চেয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের এক মুসলিম হুজুর। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হলে দেখা যায় তিনি…

বাংলার মুখ্যমন্ত্রীর অপমানে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে বিয়ে করতে (BJP MLA reacts)চেয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের এক মুসলিম হুজুর। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হলে দেখা যায় তিনি বলছেন মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে পাঠিয়ে দিতে। দেখা যায় তিনি মমতাকে বিয়ে করার প্রস্তাবও দিচ্ছেন। আগুনের মত ভাইরাল হয় এই ভিডিও। তৃণমূলের আইটি সেল এই ইস্যুতে নীরব থাকলেও প্রতিবাদে গর্জে উঠেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবি অসীম সরকার।

Advertisements

তিনি তার বক্তব্যে বলেছেন মমতা বিরোধী দলনেত্রী হলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মায়ের মত। বাংলাদেশের একজন মুসলিম কিভাবে এই ধরণের মন্তব্য করতে পারে তার বিরুদ্ধে সরব হয়েছেন অসীম। তার সঙ্গে তৃণমূলের আইটি সেল আই প্যাকের নীরবতা নিয়েও মুখ খুলেছেন তিনি। মমতা সম্পর্কে এই কটূক্তির জবাবে তিনি মুসলিম ধর্মগুরু নবীর কথা টেনে এনেছেন।

   

লগ্নজিতা হেনস্থার পুনরাবৃত্তি! ফের মাইক কেড়ে নেওয়া হল শিল্পীর

তিনি বলেন নবী একজন যুবক হয়ে একজন প্রবীণাকে বিয়ে করেছিলেন এবং সেই ডিএনএ রয়ে গিয়েছে মমতাকে কটূক্তি করা এই মুসলিমের শরীরে। অসীম তার বক্তব্যে স্পষ্ট বলেন যে মুখ্যমন্ত্রী একজন প্রবীণা এবং সেই সঙ্গে সম্মানীয়া। আর প্রতিবেশী দেশের একজন মুসলিম তাকে এই ধরণের প্রস্তাব দেন তার বিবেকে বাধে না? তৃণমূলের আইটি সেলের উপর ক্ষুব্ধ হয়ে অসীম বলেন তারা অসীমকে নিয়ে মিথ্যাচার করেছেন এবং মিথ্যে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে রতিছেন যে মতুয়াদের হাতে মার খেয়েছেন অসীম।

তিনি তৃণমূলের আইটি সেলকে অনুরোধ করেন যে তার ব্যাপারে মিথ্যাচার না করে তৃণমূল যেন মমতার অপমানের জবাব দেয়। সম্প্রতি ভারত বিদ্বেষী সন্ত্রাস এবং দীপু দাসের হত্যা ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় সীমান্ত পেরিয়ে আসা এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক বা প্রশাসনিক স্তরে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না।

একইসঙ্গে রাজ্যের শাসকদলের প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক অবস্থান নিয়েও কৌতূহল বাড়ছে। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাইরাল ভিডিও, তার পাল্টা বিজেপি বিধায়কের তীব্র প্রতিবাদ এবং তৃণমূলের নীরবতা এই ত্রিমুখী বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার, এই ইস্যুতে শাসকদল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়।

Advertisements