Cyclone: পাখির নীড়ের মত চোখ…ঘূর্ণিঝড়ের ভয়ে লুকিয়েছে সোনার চরের মায়া হরিণ

বিশাল সুন্দরবনের সিংহভাগ বাংলাদেশের অন্তর্গত। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড়গুলির (Cyclone) বেশিরভাগই সরাসরি আঘাত করে সুন্দরবন। বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) জানাচ্ছে, প্রবল গতি নিয়ে…

বিশাল সুন্দরবনের সিংহভাগ বাংলাদেশের অন্তর্গত। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড়গুলির (Cyclone) বেশিরভাগই সরাসরি আঘাত করে সুন্দরবন। বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) জানাচ্ছে, প্রবল গতি নিয়ে আসা ঘূর্ণির আঘাতে দেশের উপকূলীয় বিভাগ বরিশালে ভয়াল জলোচ্ছ্বাস হবে। অন্যতম সৈকত পর্যটনস্থল পটুয়াখালীতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। সুন্দরবন ঘেরা বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে বন্যপ্রাণীরা প্রকৃতির নিয়মে ঘূর্ণির আভাস পেয়েছে। বিচ্ছিন্ন দ্বীপগুলির বন্য প্রাণীরা জলবন্দি। ফলে তাদের উপর ঝড়ের ধাক্কা মারাত্মক হতে পারে।

ঘূর্ণির আওতায় পড়ছে বাংলাদেশের সুন্দরবন এলাকার অন্যতম দ্বীপ সোনার চর। এখানে আছে বিখ্যাত মায়া হরিণ। সুন্দরবনের অতুলনীয় বন্যপ্রাণ মায়া হরিণের দল ঘূর্ণির ভয়ে মুখ লুকিয়েছে।

   

সুন্দরবনে মিশে থাকা বরিশাল বিভাগের পটুয়াখালীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোলে প্রকৃতির বিস্ময় সোনার চর।  মোট আয়তন ১০ বর্গকিলোমিটার। দ্বীপের চার কিলোমিটার জুড়ে সৈকত।  সোনার চরে গাছ ও বন্যপ্রাণী সংরক্ষিত। বাংলাদেশের অতুলনীয় বন্যপ্রাণী মায়া হরিণ।  এছাড়াও সোনার চরে আছে বন মহিষের একটি প্রজাতি ও আরও হরেক বন্যপ্রাণী সম্ভার।

মায়া হরিণ হলো হরিণ প্রজাতির মধ্যে অন্যতম খর্বকায়। এরা লাজুক প্রকৃতির। লালচে বাদামী পিংগল রং হয় তাদের। বিস্ময়কর মায়া হরিণের জীবনধারণ। ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে মায়া হরিণ অনেকটা কুকুরের মত শব্দ করে।  এই কারণে মায়া হরিণকে বার্কিং ডিয়ার বলে চিহ্নিত করেছেন প্রাণী বিশেক্ষজ্ঞরা। তারা বলছেন, ভারত বাংলাদেশসহ  দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশিয়া জুড়ে মায়া হরিণ দেখা যায়। 

ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে ভেসে চলে আসা মায়া হরিণসহ অন্যান্য প্রাণী উদ্ধারের জন্য বাংলাদেশ বনবিভাগ কর্মীরা প্রস্তুতি নিয়েছেন। সীমান্তের ওপারেও সুন্দরবনের এলাকা পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারতীয় বন মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ বনবিভাগের কর্মীরাও ঝড় পরবর্তী সময়ে বন্য প্রাণী উদ্ধারে নামবেন। বঙ্গোপসাগরের উপকূলে থাকা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন দুই দেশেই ছড়িয়ে আছে।