Wednesday, November 26, 2025
HomeWorldBangladeshHilsa Fishing: এক যাত্রায় ৩৯ লাখের ইলিশ! সাগরতীরের মাছ বাজারে হই হই

Hilsa Fishing: এক যাত্রায় ৩৯ লাখের ইলিশ! সাগরতীরের মাছ বাজারে হই হই

ট্রলার পাড়ে নিয়ে আসতেই আড়ৎদাররা হই হই করে ঘিরে ধরলেন। দিনের আলোয় রুপোলি মাছ ঝলমল করছে। এত ইলিশ! এই মরা বাজারে! অবিশাস্য। বঙ্গোপসাগর থেকে যখন বেশিরভাগ মৎস্যজীবী শুকনো মুখে ফিরছেন তখন ভাই ভাই ট্রলার উপচে পড়ছে ইলিশে। কমপক্ষে ৯৬ মণ ইলিশ শিকার (Hilsa Fishing) করেছেন বাংলাদেশের (Bangladesh)  নোয়াখালীর বাসিন্দা মিজান মাঝির ট্রলারের জেলেরা। দাম ৩৯ লাখ টাকা (বাংলাদেশি মূল্যমান)।

Advertisements

এ বছর ইলিশ তেমন উঠছে না সাগরে। এমনই জানিয়েছেন বেশিরভাগ জেলে। তবে কয়েকটি ট্রলারে ধরা দিয়েছে ইলিশের ঝাঁক। ৬৫ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা ও আট দিন প্রতিকূল আবহাওয়া শেষে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন মৎস্যজীবীরা। তেমনই এক ট্রলার এফবি ভাই ভাই। এই ট্রলারের মালিক নোয়াখালীর মিজান মাঝি। তার ট্রলার যেন ইলিশের পাহাড়। গত ছয় দিনে ৯৬ মণ মাছ ধরেছেন এই ট্রলারের জেলেরা।

   

ট্রলারের জেলেরা জানান একটানা আট দিন নিম্নচাপ শেষে গত চার দিন আগে উপকূলের বিভিন্ন জেলার হাজার হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি জমান। কিছু কিছু ট্রলার মাছ নিয়ে বিভিন্ন ঘাটে ফিরে আসছে। কিছু কিছু ট্রলারে আশানুরূপ মাছ ধরা পড়ছে। ভাই ভাই ট্রলার থেকে সব ইলিশ নামানোর পর   মাছের বিশাল স্তূপে পরিণত হয় এলাকা।  নিলামে ওই মাছ  ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

Advertisements

ট্রলারের মাঝি মিজান জানান, একসঙ্গে এতো মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি লাগছে। বেশি মাছ ধরা পড়ায় অন্য জেলেরাও গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে উৎসাহিত হবেন। ৯৬ মণ ইলিশ মাছ ধরেছে আমার ট্রলার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments